ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বিইউএফটি’তে শহীদ সেলিম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৫-১১-২০২৪ বিকাল ৫:৫৯

রাজধানীর তুরাগে অনুষ্ঠিত হয়ে গেল শহীদ সেলিম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪। আজ (সোমবার) দুপুরে তুরাগের ঢাকা-আশুলিয়া মহাসড়ক সংলগ্ন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর ডিবেট ক্লাবের আয়োজনে শহীদ সেলিম স্মরণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্র্বতীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান। এ সময় বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্তরের চ্যাম্পিয়নদের সম্মাননা প্রদান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

শহীদ সেলিম স্মরণে আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় এ বছর দেশের বাছাইকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬৪টি দল অংশগ্রহণ করে। তিন দিনব্যাপী চলা প্রতিযোগিতাটি ১লা নভেম্বর থেকে শুরু হয়ে আজ (সোমবার) ফাইনাল ও সমাপনী রাউন্ড সম্পন্ন হয়। 

বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় স্তরে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও যৌথভাবে রানার আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এছাড়াও কলেজ স্তরে চ্যাম্পিহয়ন হওয় আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। চ্যাম্পিয়নরা পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার অর্জন করে। অপরদিকে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম রানার আপ ত্রিশ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপ বিশ হাজার টাকা পুরস্কার লাভ করে। স্কুল পর্যায়ে প্রথম রানার আপ নির্বাচিত হয় নৌবাহিনী কলেজ এবং দ্বিতীয় রানার আপ হয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। 

আয়োজনে বিইউএফটি’র পাঁচজন শিক্ষার্থীকে টেক্সটাইল ট্যালেন্ট হান্টে তাদের সাম্প্রতিক অর্জনের জন্য বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক বিশেষ স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে এসময় বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের বাবা-মায়ের নামে ৫০ লক্ষ টাকার শফিউদ্দিন-তসরিফা স্কলারশিপ ফান্ড প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চট্টগ্রাম বিইউএফটি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন চৌধুরী, বিইউএফটি ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব সালাহউদ্দিন আহমেদ, জায়ান্ট গ্রুপের চেয়ারম্যান জনাব ফিরোজ হাসান, মিসেস শারমিন হাসান, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শহীদ মোঃ সেলিম তালুকদারের বাবা জনাব মোঃ সুলতান তালুকদার। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নাবী খানের অনুপ্রেরণামূলক উদ্বোধনী ভাষণে শিক্ষার্থীদের গঠনমূলক চিন্তা এবং নেতৃত্ব বিকাশের জন্য উৎসাহিত করেন। 

আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, সিএফও, পরিচালক, একাডেমিক এবং প্রশাসনিক বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন। এতে সার্বিক সহযোগিতা করেন টিম গ্রুপ, পশমি সোয়েটারস লিমিটেড, কাইজার নিটওয়্যারস লিমিটেড, এম এন্ড জে গ্রুপসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

এমএসএম / এমএসএম

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া আকাশ