ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

রাজধানীতে ফ্যাসিবাদের দোসর সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ৪:২৩

৭ নভেম্বর'২৪ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার ময়মনসিংহ মহাসড়কে ফ্যাসিবাদের দোসর সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অপসারণ ও প্রথম আলো, ডেইলি স্টার এবং এই বাংলা সহ ফ্যাসিস্ট মিডিয়া বন্ধের দাবিতে বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলন, রাজউকের ইঞ্জিনিয়ার ও বিভিন্ন পেশাজীবী মানুষের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মুফতি শফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার তাজ উদ্দিন আহমদ তানভির।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার তাজ উদ্দিন আহমদ তানভির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার ২৪ এর আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো বহাল তবিয়তে বিভিন্ন সরকারি দপ্তরে থেকে স্বৈরাচারী প্রভাব বিস্তার করছে। বিশেষ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক'র কর্মকর্তাদের দুর্নীতি এখনো বহাল তবিয়তে রয়েছে, এই কর্মকর্তারা টাকার বিনিময়ে প্লান পাশ দেন, আর টাকা না দিলে বিল্ডিংয়ের প্লান সর্বনাশ করে দেন এই অসাধু কর্মকর্তারা।

তিনি তার বক্তব্যে আরো বলেন, তাদের ঘুষ দূর্নীতি রোষানল থেকে মুক্তি পায়নি মসজিদের প্লান পাশও। গত সরকারের আমলে স্বৈরাচারী প্রভাব খাটিয়ে যে দূর্নীতি করেছেন তা এখনো বহাল তবিয়তে অব্যাহত  রয়েছে। রাজউকের জোন-২ এর পরিচালক স্বৈরাচারের দোসর  মোবারক হোসেনের সিন্ডিকেটের দোসরদের অত্যাচারে রাজউকের কর্মকর্তারাসহ ভবনমালিকরা অতিষ্ঠ। মোবারক হোসেনসহ তার দোসরদের দ্রুত অপসারণ করতে হবে। 

তিনি আরো বলেন, রাজউকের প্রকৌশলী ইমরুল কায়েসের ঘুষের হাত থেকে রক্ষা পায়নি মুসলমানদের ধর্মীয় উপসানালয় (রাজধানীতুরাগ থানার চন্ডলভোগের) বাইতুন নূর জামে মসজিদও। ঘুষ না দেওয়ায় এখনো সেই মসজিদের প্লান পাশ ঝুলে আছে। যার ফাইল নাম্বার ১০৭/২০ ।

উক্ত বিক্ষোভ সমাবেশে বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, আমরা বিগত স্বৈরাচারী সরকারের আমলে গুম ও মামলার স্বীকার হয়েছি এবং সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না থাকা সত্ত্বেও প্রথম আলো ও ডেইলি স্টার আমাদের নামে জঙ্গি শিরোনামে রিপোর্ট করেছে যা সংবাদ পত্রের নিয়ম বিরোধী কাজ। প্রথম আলো ও ডেইলি স্টার সহ এই ধরনের পত্রিকার মালিকানা পরিবর্তন ও নিবন্ধন বাতিল করতে হবে এবং মতিউর রহমান ও মাহফুজ আনাম কে দ্রুত গ্রেফতার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের উপদেষ্টা,  মাওলানা ইসহাক খান, মুফতি আতাউর রহমান,বাইতুন মসজিদের সভাপতি আব্দুল মান্নান ও হাজী আমিন উদ্দিনসহ আরো অনেকে।

T.A.S / T.A.S

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া আকাশ