ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ৭-১১-২০২৪ বিকাল ৫:৫৮

বগুড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে দিনভর বিভিন্ন কর্মস‚চী পালন করেছে জেলা বিএনপি, জামায়াতসহ বিভিন্ন অঙ্গ-সংগঠন। এছাড়াও বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা কার্যালয়ে। এর আগে বুধবার (৬ অক্টোবর) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতমাথায় ৫ দিনব্যাপি স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বগুড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ প্রদর্শনীর আয়োজন করে।

বৃহস্পতিবার সকাল থেকে বগুড়া জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো শহরের বিভিন্ন সড়কে মিছিল-স্লোগানে মুখরিত করে তোলে। পরে মিছিল নিয়ে নেতাকর্মীরা ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন। সংক্ষিপ্ত ঐ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেনসহ জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে জোহরের নামাজের পর বগুড়া প্রেসক্লাবে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া। প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদ-উন নবী সালাম, জেলা যুবদল সভাপতি মো. জাহাঙ্গীর আলম, শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগরা, মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসসহ প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারন সম্পাদক আবু সাঈদ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর শহীদ জিয়ার নেতৃত্বে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশবিরোধী অপশক্তির কবল থেকে দেশ রক্ষা পায়। বগুড়ার কৃতী সন্তান শহীদ জিয়া মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে এদেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সশরীরে যুদ্ধ করেছিলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর তাঁর নেতৃত্বে আবারো ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশ ভিনদেশী অপশক্তির হাত থেকে রক্ষা পায়। তাঁরা বলেন, শহীদ জিয়া এদেশের মানুষের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রেরণা হয়ে বারবার আমাদের মাঝে ফিরে আসেন।

এছাড়াও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অধ্যাপক মোঃ আব্দুস ছালাম তুহিন, আজগর আলী, এ্যাড. শাহীন মিয়া, আব্দুল হামিদ বেগ, হেদায়েতুল ইসলাম, ইকবাল হোসেন প্রমুখ।

T.A.S / T.A.S

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দোহার-নবাবগঞ্জে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত