বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বগুড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে দিনভর বিভিন্ন কর্মস‚চী পালন করেছে জেলা বিএনপি, জামায়াতসহ বিভিন্ন অঙ্গ-সংগঠন। এছাড়াও বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা কার্যালয়ে। এর আগে বুধবার (৬ অক্টোবর) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতমাথায় ৫ দিনব্যাপি স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বগুড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ প্রদর্শনীর আয়োজন করে।
বৃহস্পতিবার সকাল থেকে বগুড়া জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো শহরের বিভিন্ন সড়কে মিছিল-স্লোগানে মুখরিত করে তোলে। পরে মিছিল নিয়ে নেতাকর্মীরা ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন। সংক্ষিপ্ত ঐ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেনসহ জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে জোহরের নামাজের পর বগুড়া প্রেসক্লাবে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া। প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদ-উন নবী সালাম, জেলা যুবদল সভাপতি মো. জাহাঙ্গীর আলম, শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগরা, মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসসহ প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারন সম্পাদক আবু সাঈদ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর শহীদ জিয়ার নেতৃত্বে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশবিরোধী অপশক্তির কবল থেকে দেশ রক্ষা পায়। বগুড়ার কৃতী সন্তান শহীদ জিয়া মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে এদেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সশরীরে যুদ্ধ করেছিলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর তাঁর নেতৃত্বে আবারো ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশ ভিনদেশী অপশক্তির হাত থেকে রক্ষা পায়। তাঁরা বলেন, শহীদ জিয়া এদেশের মানুষের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রেরণা হয়ে বারবার আমাদের মাঝে ফিরে আসেন।
এছাড়াও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অধ্যাপক মোঃ আব্দুস ছালাম তুহিন, আজগর আলী, এ্যাড. শাহীন মিয়া, আব্দুল হামিদ বেগ, হেদায়েতুল ইসলাম, ইকবাল হোসেন প্রমুখ।
T.A.S / T.A.S

রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

সোনারগাঁয়ে বিএনপি নেতা মান্নানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

শালিখায় ২৪টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বরগুনায় হাতুড়ে চিকিৎসায় শিশুর মৃত্যু, অভিযানে ধরা পড়লেন ভুয়া চিকিৎসক

রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

মেহেরপুরের সন্তান ইমরান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপ-কমিটির সদস্য

সুরক্ষা দেয়াল না থাকায় সড়কের ধ্বস: ইউএনওর হস্তক্ষেপে চালু হলো অস্থায়ী যোগাযোগ

শ্রীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

আড়িয়াল খাঁ নদে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

নরসিংদীতে ডিশ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা

গুরুদাসপুরে জ্বলন্ত লাকড়ির আঘাতে শিশুর মৃত্যু
