ঢাকা রবিবার, ২ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিক আলতাফ হোসেনের স্মরণসভা ও দোয়া মাহফিল


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ১১:৫৩

লক্ষ্মীপুর প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর ( শুক্রবার) সন্ধ্যা ৭ ঘটিকায় লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

এসময়ে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মমিনুর রশিদ শাইন ( ভারপ্রাপ্ত সভাপতি,  কেন্দ্রীয় নির্বাহী পরিষদ), সাইদুল ইসলাম পাবেল , (সাধারণ সম্পাদক,  লক্ষ্মীপুর প্রেসক্লাব), প্রধান বক্তা মুহাম্মদ কামরুল ইসলাম (মহা সচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মজিদ,  (যুগ্ম মহাসচিব,  কেন্দ্রীয় নির্বাহী পরিষদ) , মোঃ কাজী মাহমুদুল হাসান (যুগ্ম মহাসচিব,  কেন্দ্রীয় নির্বাহী পরিষদ),  মোঃ আতিকুর রহমান আজাদ (সহকারী মহাসচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ), মোঃ হাসান সরদার জুয়েল ( সহকারি মহাসচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ), মোঃ আবেদ আলী( অর্থ সচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ),  মোঃ জাহাঙ্গীর আলম ( আহ্বায়ক,  লক্ষ্মীপুর জেলা কমিটি),  মোঃ জাকির হোসেন সবুজ ( সদস্য সচিব,  লক্ষ্মীপুর জেলা কমিটি)।  এছাড়াও লক্ষ্মীপুর সদর,  রায়পুর,  কমল নগর,  রামগতি,  রামগঞ্জ উপজেলার সাংবাদিক বৃন্দ।

এসময় বক্তারা বলেন,  "সাংবাদিকরা অন্যের অধিকার রক্ষার লড়াইয়ে নেমে নিজেদের অধিকারের কথা ভুলে যায়।  সহকর্মী মরহুম সাংবাদিক আলতাফ হোসেন সাংবাদিকদের অধিকার লড়াইয়ে ১৮ দফা দাবী করছিলেন যা প্রতিটি দাবী ছিল যুক্তিসংগত। কিন্তু সেই দাবী আদায়ের পূর্বেই উনি আমাদের ছেড়ে চলে গেছেন।  ওনার সেই দাবী আদায়ের সংগ্রাম আমাদেরই চালিয়ে যেতে হবে।  সাংবাদিক আলতাফ হোসেন একজন সহজ সরল ও সৎ মানুষ ছিলেন তিনি আজীবন সত্যের পথে লড়াই করে গেছেন।  আমরা তার জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। " 

T.A.S / T.A.S

চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ

‎সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ

চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি

কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার

মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ

পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ

তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি

বড়লেখায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার

জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা

ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ