শ্রীপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। নিহত আকলিমা আক্তার শিমু(২০) উপজেলা কেওয়া পশ্চিম খন্ড গ্রামের সুরুজ মিয়া মেয়ে।শুক্রবার দিবাগত রাত ১১টার উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকার সুরুজ মিয়ার নিজ বাসার ভেতরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার রাত ১১ টার দিকে আকলিমা আক্তার নিজ রুমের ফ্যানের সাথে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।পরবর্তীতে বাড়ির লোকজন মুমূর্ষ অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই আবদুল লতিফ জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এসআই আলমগীর হোসেন।লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
T.A.S / T.A.S