আশ্রায়ণ-২ প্রকল্পে প্রশিক্ষণ কর্মসূচির আলফাডাঙ্গা উদ্বোধন
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলাধীন আশ্রায়ণ-২ প্রকল্পে বসবাসরত উপকারভোগীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ নভেম্বর দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাসুর গ্রামে অবস্থিত আশ্রায়ণ -২ প্রকল্পের উপকার ভোগীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীন।
১০ দিন ব্যাপী কৃষি, মৎস্য, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক আত্বকর্মসংস্থান সৃষ্টি,দক্ষ জনগোষ্ঠী তৈরী ও বেকারত্ব দুরীকরনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন।
প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীন বলেন, প্রশিক্ষণের মুল উদ্দেশ্য হল এখান থেকে শিখে ভবিষ্যতে তারা যেন কিছু করতে পারেন। কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে পরিবার নিয়ে একটু স্বচ্ছল ভাবে চলতে পারেন। ভবিষ্যতে এই দক্ষতা কাজে লাগিয়ে ভাগ্যের চাকা ঘোরাতে পারেন। দর্জিবিদ্যা, পারিবারিক হাস মুরগি পালন, মৎস্য চাষ, গাভী পালনের উপর প্রশিক্ষণ শেষে কর্মজীবনে দক্ষতাকে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন, যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া, গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান সাইফুল ইসলাম।
পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও ভাগ্যন্নয়নে এই প্রশিক্ষন অত্যন্ত গুরুত্ব বহন করবে। তাছাড়া জীবিকা নির্বাহের মাধ্যমে পারিবারিক স্বচ্ছলতা আনতে ব্যাপক ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাসুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী বাসিন্দারা উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল
কবিরহাটে অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান
হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন- স্বাস্থ্য সচিব
টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ:
ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য - কুমিল্লায় হাজী ইয়াছিন
বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ
ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ
৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২
কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার
হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত
গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা