সড়কের দুপাশের সেই ঝোপঝাড় পরিষ্কার করল তরুণ সংঘ
সড়কের দুপাশ ঝোপঝাড়ে ঢাকা পড়েছে। ঝোপঝাড়ের কারণে দেখা যায় না বিপরীত দিক থেকে আসা যানবাহন ও সড়কের বিপদজনক বাঁক। সড়কের দুপাশ ঝোপঝাড়ে ঢাকা থাকায় পথচারীদের চলাচলের জন্যও কোনো জায়গা নেই। এতে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে মৌলভীবাজার টু বড়লেখা আঞ্চলিক মহাসড়কের জুড়ী থেকে কুলাউড়া সড়কের বিভিন্ন অংশে। এ নিয়ে গতকাল দৈনিক সকালের সময়ে ‘সড়কের দুপাশে ঝোপঝাড়, বাড়ছে দুর্ঘটনা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল থেকে এ সড়কের জুড়ী উপজেলার জায়ফরনগর অংশের সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেয় জায়ফরনগর তরুণ সংঘ নামে একটি সামাজিক সংগঠন।
সরজমিন দেখা যায়, তরুণ সংঘের ২০-২৫ জন তরুণ মিলে তীব্র গরমকে উপেক্ষা করে সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সড়কের দুপাশ পরিষ্কার করার পাশাপাশি বিভিন্ন যানবাহনের চালকদের থামিয়ে সরকারি আইন মেনে যানবাহন চালানোর জন্য সচেতন করছেন তারা।
এ সময় কয়েকজন চালকের সাথে কথা বললে তারা জানান, এ সড়কে এমনিতেই রয়েছে বেশ কয়েকটি বাঁক। এসব বাঁক ও সড়কের দুপাশে ঝোপঝাড় থাকায় আমাদের গাড়ি চালাতে অনেক সমস্যা হয়। তরুণরা এসব ঝোপঝাড় পরিষ্কার করায় তাদের ধন্যবাদ জানাই।
এ সড়কে চলাচলকারী যাত্রীরা বলেন, এ সড়কে ঝোপঝাড় ও সিএনজিচালকদের বেপরোয়া গতির ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সওজের কর্মচারীদের এসব ঝোপঝাড় পরিষ্কার করার কথা থাকলেও তারা এসব দেখছেন না। তরুণরা এগিয়ে আসায় তাদের সাধুবাদ জানাই।
উল্লেখ্য, এই আঞ্চলিক মহাসড়কের কুলাউড়া-জুড়ী সড়কের ১২ কিলোমিটারের বেশকিছু জায়গায় ঝোপঝাড় ও জঙ্গলে পরিণত হয়েছে। ঝোপঝাড়ের কারণে এসব সড়কে রাতের মতো দিনের বেলায়ও ভুতুড়ে পরিবেশসহ দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছি। এসব ঝোপঝাড় থেকে রাতের বেলায় শিয়াল এবং দিনের বেলায় গরু-ছাগল বের হয়ে হঠাৎ দৌড় দিলে ঘটে মারাত্মক দুর্ঘটনা। সড়কের এসব ঝোপঝাড় পরিষ্কার করতে সড়ক ও জনপথ বিভাগের নেই কোনো কার্যকরী পদক্ষেপ। তারা যেন এসব ঝোপঝাড় দেখেও না দেখার ভান করছে। ফলে এ সড়কে দুর্ঘটনা এখন নিত্যসঙ্গী।
জায়ফরনগর তরুণ সংঘের সাংগঠনিক সম্পাদক অমিত আল হাসান বলেন, এ সড়কের দুপাশে ঝোপঝাড় থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কের দুপাশে ঝোপঝাড় থাকায় সাধারণ পথচারীরা বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এসব ঝোপঝাড় পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি।
মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও জায়ফরনগর তরুণ সংঘের প্রধান উপদেষ্টা মো. বদরুল ইসলাম বলেন, এ সড়কের জুড়ী ও বড়লেখা অংশে পরিবেশমন্ত্রী আলহাজ মো. শাহাব উদ্দিন, এমপি ৫ কোটি টাকা ব্যয়ে সড়কটিকে আলোকিত করার উদ্যোগ নিয়েছেন। কিন্তু সড়কের বিভিন্ন অংশে ঝোপঝাড় থাকায় এসব লাইটিংয়ের কার্যকারিতা ভেস্তে যাওয়ার সম্ভবনা দেখা দিয়েছি। যে ঝোপঝাড় সওজের কর্মচারীদের পরিষ্কার করার কথা ছিল তা জায়ফরনগর তরুণ সংঘের কর্মীরা করছেন, যা সত্যিই প্রশংসনীয়।
এমএসএম / জামান
মুকসুদপুরে মরা গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদাল ব্যবসায়ীকে ১৫দিনের জেল
নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জে সেনাবাহিনীর নিরাপত্তা তৎপরতা জোরদার
শীতে কাঁপছে মাধবপুর
কাপ্তাইয়ে পরিত্যক্ত জমিতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনে সফলতা
জুড়ী মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক
চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল
মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি