মির্জাগঞ্জে অধ্যাক্ষের বিরুদ্ধে অভিযোগের তদন্ত
মির্জাগঞ্জে মানসুরাবাদ ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যাক্ষ মোঃ নুরুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্ত করে উপজেলা প্রসাশন।গত ১২ নভেম্বর মঙ্গলবার দুপুরে সরেজমিনে মাদরাসায় তদন্তে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম।
এসময় তারা অধ্যাক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জিজ্ঞেসাবাদ করে বলে তারা জানান। গত ১০ নভেম্বর অভিযোগের তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমিকে) আহবায়ক করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ওই মাদরাসার কিছু শিক্ষক ও এলাকাবাসীর সাথে আলাপ করলে তারা জানান, তদন্ত কর্মকর্তারা অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করলে কোন সদুত্তর দিতে পারেনি অধ্যাক্ষ। অভিযোগকারী মোঃ ওলিউল্লাহ বলেন, সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচারের দাবি জানাই। অধ্যাক্ষ মোঃ নুরুল হককে ফোন দিলে সে বলে,আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। তদন্ত কমিটির আহবায়ক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার জানান, নির্দিষ্ট অভিযোগের বিষয়ে অধ্যাক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে,এবং অল্প সময়ের মধ্যে তাকে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, ১৭ জনের তালিকার বিপরীতে ৩৪ জন ইয়াতিম থাকার কথা। কিন্তু বাস্তবে ১৪ জন পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, নিয়োগ বানিজ্যে, ইয়াতিমখানার অর্থ, সরকারি বরাদ্দ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গত ৫ নভেম্বর উপজেলার মানসুরবাদ ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যাক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, শিক্ষা অফিসার ও দূর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
T.A.S / T.A.S