ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কক্সবাজারে হাতির খণ্ড-বিখণ্ড শরীর উদ্ধার, আটক ১


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৩১-৮-২০২১ বিকাল ৫:১৮

কক্সবাজারের রামুর খুনিয়াপালং এলাকা থেকে বন্যহাতির খণ্ড-বিখণ্ড শরীর উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে দক্ষিণ বন বিভাগের ধোয়াপালং রেঞ্জের দক্ষিণ খুনিয়াপালং ৩নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় হাতিটিকে বিদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। দুপুরে হাতির রক্তাক্ত খণ্ডগুলো উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজির আহমদ নামে একজনকে আটক করেছে পুলিশ। 

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা  জানিয়েছেন, মঙ্গলবার ভোরে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় ধানক্ষেতে চলে আসে একটি মা হাতি। সেখানে স্থানীয়দের বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়। এরপর কিছু দুর্বৃত্ত শরীর থেকে হাতির মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলে। এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, জনৈক নজির আহমদের ধানক্ষেতে হাতি এলে বিদ্যুতের শক দিয়ে হত্যা করা হয় হাতিটিকে। বিষয়টি গোপন রাখতে হাতির পা, শূড় কেটে খণ্ড-বিখণ্ড করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, দক্ষিণ খুনিয়াপালং এলাকায় বিদ্যুতের শক দিয়ে একটি বন্যহাতি হত্যা করে তা কেটে খণ্ড-বিখণ্ড করে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-সহ বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় হাতির খণ্ড-বিখণ্ড শরীর উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান টগর বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক নজির আহমদ হাতি হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় তাকে অভিযুক্ত করে বন বিভাগ একটি মামলা দায়ের করেছে। পরিবারের অন্য সদস্যরা হত্যার পর হাতির মরদেহ লুকানোর জন্য কেটে টুকরা করে পুঁতে ফেলার চেষ্টা করে। ময়নাতদন্তের জন্য আলামত সংগ্রহ করেছে প্রাণি সম্পদ অধিদপ্তর।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ বলেন, দুর্বৃত্তরা হাতিটি হত্যার পর শরীরের বিভিন্ন অংশ কেটে মাটিচাপা দেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করলে ঘটনাস্থল পরিদর্শন করে হাতিটির খণ্ডিত পা, শূড় ও টুকরা অংশ উদ্ধার করে বনবিভাগ। এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তর ময়নাতদন্তের জন্য আলামত সংগ্রহ করেছে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নজির আহমেদ নামে একজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। বন বিভাগের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত