সুনামগঞ্জ-৩ আসনে ব্যারিস্টার আনোয়ার হোসেনের প্রার্থীতা ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩(শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন প্রার্থীতা ঘোষণা করেছেন।
সোমবার(১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জের উজানীগাওস্থ নিজ কার্যালয়ে এক উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি প্রার্থীতা ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, দেশ-বিদেশে পড়া শুনা, রাজনীতি কিংবা পেশা গঠনের পরও মাইকেল মধুসূদন দত্তের সেই "কপোতাক্ষ নদ" কবিতার নদ-নদী শতত মনে না পরলেও আমার আশে-পাশে আছে এদের মতো মানুষ যারা শতত, প্রতিনিয়ত আমাকে বিভিন্ন ভাবে নাড়া দেয়, স্পন্দিত করে এবং জাগ্রত করে।
মাটি এবং এদের মায়া আমাকে বারবার ফিরে এনেছে এই ভূমিতে। ফলে, ১৯৮৬ সালে এসেক্স ইউনিভার্সিটিতে পড়াশুনা করার সুযোগ পেয়েও মাত্র ৬ মাস পড়াশুনা করে দেশে ফিরে এসে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। এখনো একই রকম অসুস্থতা আমার। এই দেশ, মাটি আর মানুষের মায়ায় বিগত ১১টি বছর ধরে সকল লোভ-লালসার উর্ধে উঠে আমি কাজ করে যাচ্ছি আমার এই নির্বাচনী এলাকায়।
তিনি বলেন, বিলাতে আমার বাড়ি-গাড়ি উপার্জনের সব উপায় থাকা সত্ত্বেও এতটি বছর ধরে আমি পরে আছি এক নেশায় আর তা হচ্ছে আমার এই নির্বাচনী এলাকার মানুষের প্রতিনিধিত্ব করা। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কর্তৃক আমার বিরুদ্ধে লন্ডনে একটি এবং বাংলাদেশে একটি করে মোট দুটি মামলা হয়েছিল। দৈনিক "আমার দেশ" পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কে সমর্থন করে "আমারদেশ' 'অফিসে প্রতিবাদ সভায় অংশ গ্রহণ এবং বিচারপতি মানিকের অপ-কাজের কিছু দলিল "আমার দেশ" সম্পাদককে প্রদান করার কারণে আমি ২০১২ সালের নভেম্বরে আমার দেশ অফিস থেকে গ্রেফতার হয়েছিলাম।
তিনি আরও বলেন, বিগত ১১টি বছর ধরে এত সব প্রতিকূল অবস্থা সত্ত্বেও স্ত্রী-সন্তান বা নিজের আরাম আয়েশের কথা না ভেবে যেভাবে আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে ছিলাম আগামীতেও থাকতে চাই এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমার নির্বাচনী এলাকার সকল স্তরের নেতৃবৃন্দ, মুরব্বিয়ান, যুবকদের সাথে নিয়ে এবং সুনামগঞ্জ-৩ আসনের আমি আমার প্রার্থীতা ঘোষণা করছি। আমি আশা করছি এবং সবিনয় নিবেদন করছি যে, আমার নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকে আগামী নির্বাচনে ধানের শীষ তথা বিএনপি'র একজন প্রার্থী হিসাবে সক্রিয় বিবেচনার দৃষ্টিতে দেখবেন।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ছলিবনুর বাচ্চু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদূর রহমান ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এস এম রাবেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজমুল হোসেন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, যুবদল নেতা লেচু মিয়া, জমিল হোসেন, রিয়াদ, সইফুল মুল্লুক, শের আলম শিশু, বিধান, রবিনূর, সেলিম, আলীনেওয়াজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোর্শেদ আহমদ হৃদয়সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
T.A.S / T.A.S

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান

ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় এক শিক্ষার্থী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন

চন্দ্রদ্বীপে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক মুনির হোসেনের গণসংযোগ
