ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বারি বোর্ডের ৬৬তম সভা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩১-৮-২০২১ বিকাল ৫:২৩

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) বোর্ডের ৬৬তম সভা আজ মঙ্গলবার (৩১ আগস্ট) বারির মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বারির মহাপরিচালক এবং বোর্ডের সভাপতি ড. মো. নাজিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বোর্ডের সকল সদস্য উপস্থিত ছিলেন। বোর্ড সভায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিভিন্ন কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। 

বোর্ড সভায় উপস্থিত সদস্যরা হলেন- বারির পরিচালক (সেবা ও সরবরাহ) এবং বোর্ডের সদস্য সচিব ড. মো. কামরুল হাসান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (অর্থ বিভাগ) মো. সাইফুল্লাহ পান্না, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (গবেষণা) এটিএম সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আব্দুল মান্নান, বীজ প্রত্যয়ন এজেন্সির উপ-পরিচালক (প্রশাসন) সৈয়দ তানভীর আহমেদ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ফিল্ড সার্ভিসেস উইং) মো. কামারুজ্জামান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য-পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. ছায়ফুল্লাহ, সাবেক সচিব ও বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. জহুরুল করিম, বারির সাবেক পরিচালক (গবেষণা) ড. মো. মিয়ারুদ্দিন, সেলিনা আক্তার, বিসেফ ফাউন্ডেশনের ফাউন্ডিং প্রেসিডেন্ট মো. জয়নুল আবেদীন, বারির পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন ) ড. রীনা রানী সাহা, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. আবেদা খাতুন, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. এস. এম. শরিফুজ্জামান, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার এবং পরিচালক (ডাল গবেষণা) ড. দেবাশীষ সরকার। 

সকালে সভা শুরুর পূর্বে বারি বোর্ডের সদস্যবৃন্দ বারির প্রধান কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন এবং করোনা মহামারীতে বারির বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীসহ মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া সভার শুরুতে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) এবং বোর্ডের সদস্য সচিব ড. মো. কামরুল হাসান।

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত