চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত নেতা ডা. তাহেরের মতবিনিময়
কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের মতবিনিময় করেছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কুমিল্লার একটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের। এ সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন এবং আগামী দিনে সাংবাদিকদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদেরকে যাতে কেউ হয়রানি করতে না পারে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাহা নিশ্চিতে সর্বোচ্চ খেয়াল রাখা হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট শাহজাহান, মহানগর জামায়াতের সেক্রেটারী মো: মাহবুবুর রহমান।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মু. বেলাল হোসাইন এর পরিচালনায় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আহবায়ক মো: সিরাজুল ইসলাম ফরায়েজী, সদস্য সচিব এমরান হোসেন বাপ্পি, আহবায়ক কমিটির সদস্য মো: আব্দুল মান্নান, মো: আক্তারুজ্জামান, মো: বেলাল হোসাইন, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, আনিসুর রহমান, গোলাম রসুল, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মো: এমদাদ উল্যাহ, হাসান মু. জহির, আবু বকর সুজন, আবুল বাশার রানা, কামাল হোসেন নয়ন, মিজানুর রহমান মিনু, শাহিন আলম, হোসাইন মোহাম্মদ মামুন, মনির উল্লাহ ভূঁইয়া, কাজী সেলিম, আহসান উল্লাহ, সফিউল আলম, মো: ইউছুফ মজুমদার, জহিরুল ইসলাম সুমন, মো: সাইদুল হক, মো: রাকিব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জামায়াত নেতা এ.টি.এম মাছুম।
T.A.S / T.A.S
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান