পাওনা টাকা চাওয়ায় কুতুবদিয়ায় চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ

কুতুবদিয়ায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে ধুরুং বাজারের উত্তর পাশে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহরিয়ারের কাছ থেকে পাওনা টাকা চাওয়ায় মারধরের শিকার হয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসময় আহত হয়েছেন আরো কয়েকজন।
আহত চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, উত্তর ধূরুং এর সাবেক চেয়ারম্যান শাহরিয়ারের কাছ থেকে পাওনা টাকার জন্য তাগাদা দিই। এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। তিনি টাকা না দেওয়ার জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামী কে গালি দিছি বলে লোকজন নিয়ে আমার উপর হামলা চালায়। পরে পুলিশ এসে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠালে পথিমধ্যে আবার হামলা চালায় সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদের ভাতিজা সোহেল ও তাইজুল। আমি ঘটনায় প্রশাসনের কাছে কাছে মিডিয়ার মাধ্যমে বিচার চাই। এবং চিকিৎসা শেষে মামলা রুজু করবেন বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে তাদের ব্যাক্তিগত বিষয়ের সূত্র ধরে কথা কাটাকাটি। কথা কাটাকাটির এক পর্যায়ে সাবেক সংসদ সদস্য এর ভাতিজারা চেয়ারম্যানের উপর হামলা চালায়। এসময় চেয়ারম্যান গুরুতর আহত হয়। শেষ পর্যায়ে পুলিশ এসে তাদেরকে থামানোর চেষ্টা করে। এবং হালিম চেয়ারম্যানকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ধূরুং বাজারে গাড়ি ব্লক করে কয়েকজন জন লোক আবারো গাড়িতে হামলা চালায়। এ সময় চেয়ারম্যান, ড্রাইভারসহ অনেকেই গুরুতর আহত হয়। পরে উপস্থিত জনতা সবাইকে উদ্ধার করে বাড়িতে বাড়িতে নিয়ে গেলে নৌবাহিনীর একটি টিম এসে হাসপাতালে নিয়ে যায়।
এঘটনায় অভিযুক্তরা হলেন, কুতুবদিয়া ইউনিয়ন উত্তর ধুরুং মৌলভী পাড়া এলাকার ডাঃ ফরিদুল আলমের ছেলে তাজুল ইসলাম ও মোঃ সোহেল, একই এলাকার মোঃ শাহাজানের ছেলে মোঃ রিদুয়ান, জইজ্যার পাড়ার, মৃত ছাবের আহমদের ছেলে হুমায়ুন কবির, মুছার পাড়া এলাকার মৃত নূর আহমদের ছেলে হেলাল হোছাইন ও বেলাল বেলাল হোছাইন, নুরার পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে রফিকুল ইসলাম, পেচার পাড়া এলাকার আতিকুর রহমান, ধুরুং কাচা এলাকার মনজুর আলমের ছেলে জিয়াবুল করিম ও আজিম উদ্দিন সিকদার পাড়ার হোছাইন আলী।
এ ঘটনায় আহতরা হলেন, কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলির পাড়ার মৌলভী মনিরুল ইসলাম, মোবারক হোছাইন, মনু সিকদার পাড়ার মামুর উদ্দিন, মনু সিকদার পাড়ার মকসুদুল করিম, মনছুর আলী হাজী পাড়ার ছৈয়দ আলম, কালারমার পাড়ার মাহমুদুল করিম ও মোঃ ইউনুছ, মৃত শহিদুল্লাহর ছেলে ওসমান গণি, মৃত ফয়েজ আহমদের ছেলে জাকের উল্লাহ, মৃত আজিজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম, মৃত শাহাবউদ্দিনের ছেলে কায়ছার আলম, আজিম উদ্দিন সিকদার পাড়ার ছৈয়দ নূর ও মনু ড্রাইভার।
এ বিষয়ে জানতে কুতুবদিয়া থানার ওসির মুঠোফোনে একাধিকবার সংযোগ দেওয়ার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
T.A.S / T.A.S

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামালপাড়া যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ

কেরানীগঞ্জে চাষের মাগুরকে খাওয়ানো হচ্ছে মরা মুরগি, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
