পাওনা টাকা চাওয়ায় কুতুবদিয়ায় চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ
কুতুবদিয়ায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে ধুরুং বাজারের উত্তর পাশে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহরিয়ারের কাছ থেকে পাওনা টাকা চাওয়ায় মারধরের শিকার হয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসময় আহত হয়েছেন আরো কয়েকজন।
আহত চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, উত্তর ধূরুং এর সাবেক চেয়ারম্যান শাহরিয়ারের কাছ থেকে পাওনা টাকার জন্য তাগাদা দিই। এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। তিনি টাকা না দেওয়ার জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামী কে গালি দিছি বলে লোকজন নিয়ে আমার উপর হামলা চালায়। পরে পুলিশ এসে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠালে পথিমধ্যে আবার হামলা চালায় সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদের ভাতিজা সোহেল ও তাইজুল। আমি ঘটনায় প্রশাসনের কাছে কাছে মিডিয়ার মাধ্যমে বিচার চাই। এবং চিকিৎসা শেষে মামলা রুজু করবেন বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে তাদের ব্যাক্তিগত বিষয়ের সূত্র ধরে কথা কাটাকাটি। কথা কাটাকাটির এক পর্যায়ে সাবেক সংসদ সদস্য এর ভাতিজারা চেয়ারম্যানের উপর হামলা চালায়। এসময় চেয়ারম্যান গুরুতর আহত হয়। শেষ পর্যায়ে পুলিশ এসে তাদেরকে থামানোর চেষ্টা করে। এবং হালিম চেয়ারম্যানকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ধূরুং বাজারে গাড়ি ব্লক করে কয়েকজন জন লোক আবারো গাড়িতে হামলা চালায়। এ সময় চেয়ারম্যান, ড্রাইভারসহ অনেকেই গুরুতর আহত হয়। পরে উপস্থিত জনতা সবাইকে উদ্ধার করে বাড়িতে বাড়িতে নিয়ে গেলে নৌবাহিনীর একটি টিম এসে হাসপাতালে নিয়ে যায়।
এঘটনায় অভিযুক্তরা হলেন, কুতুবদিয়া ইউনিয়ন উত্তর ধুরুং মৌলভী পাড়া এলাকার ডাঃ ফরিদুল আলমের ছেলে তাজুল ইসলাম ও মোঃ সোহেল, একই এলাকার মোঃ শাহাজানের ছেলে মোঃ রিদুয়ান, জইজ্যার পাড়ার, মৃত ছাবের আহমদের ছেলে হুমায়ুন কবির, মুছার পাড়া এলাকার মৃত নূর আহমদের ছেলে হেলাল হোছাইন ও বেলাল বেলাল হোছাইন, নুরার পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে রফিকুল ইসলাম, পেচার পাড়া এলাকার আতিকুর রহমান, ধুরুং কাচা এলাকার মনজুর আলমের ছেলে জিয়াবুল করিম ও আজিম উদ্দিন সিকদার পাড়ার হোছাইন আলী।
এ ঘটনায় আহতরা হলেন, কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলির পাড়ার মৌলভী মনিরুল ইসলাম, মোবারক হোছাইন, মনু সিকদার পাড়ার মামুর উদ্দিন, মনু সিকদার পাড়ার মকসুদুল করিম, মনছুর আলী হাজী পাড়ার ছৈয়দ আলম, কালারমার পাড়ার মাহমুদুল করিম ও মোঃ ইউনুছ, মৃত শহিদুল্লাহর ছেলে ওসমান গণি, মৃত ফয়েজ আহমদের ছেলে জাকের উল্লাহ, মৃত আজিজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম, মৃত শাহাবউদ্দিনের ছেলে কায়ছার আলম, আজিম উদ্দিন সিকদার পাড়ার ছৈয়দ নূর ও মনু ড্রাইভার।
এ বিষয়ে জানতে কুতুবদিয়া থানার ওসির মুঠোফোনে একাধিকবার সংযোগ দেওয়ার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
T.A.S / T.A.S
চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন
লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম
শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক
শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪
সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ
চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫
নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২