ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

এগিয়ে চলছে আলফাডাঙ্গায় নানা উন্নয়ন প্রকল্পের কাজ


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ১২:৯

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদে এগিয়ে চলছে নানা উন্নয়ন প্রকল্পের কাজ। উপজেলায় শিশুদের নেই কোন বিনোদন কেন্দ্র। জেলা থেকে উপজেলার দুরত্ব অনেক বেশি হওয়ার গড়ে ওঠেনী কোন পার্ক। কয়েক বছর আগে শিশুদের বিনোদনের জন্য মুজিব শতবর্ষ উপলক্ষ্যে উপজেলা পরিষদের মধ্যে একটি পার্ক নির্মাণের পর উন্মুক্ত করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সে পার্ক বন্ধ করে দেন উপজেলা প্রশাসক।

বর্তমানে এ এলাকার শিশুদের জন্য নেই কোনো বিনোদন কেন্দ্র। উপজেলা পরিষদের মধ্যে হেলিপোর্টে দেড় একর জমি পতিত হিসেবে দীর্ঘদিন পড়ে রয়েছে। সেখানে জন্ম নেয় বিভিন্ন জাতের আগাছা। দীর্ঘদিন পর উপজেলা পরিষদের পক্ষ থেকে২০২২-২৩,ও ২০২৩-২৪ অর্থ বছরে টিআর প্রকল্প থেকে প্রায় ৭ লাখ টাকা ব্যায়ে সেখানে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। ইটের সলিং নির্মাণের কাজ শেষের দিকে। সেখানে গড়ে তোলা হবে বিভিন্ন প্রকার রাইডার যেমন- স্টিলের দোলনা, স্লিপার, আপ স্ট্যান্ড, ঢেকিসহ বিভিন্ন প্রকার রাইডার।

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরের উপজেলার পরিষদের মধ্যে বিভিন্ন অফিসের আসবাবপত্র কেনাসহ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ বিভিন্ন জটিলতার জন্য শুরু হতে দেরি হয়। ওই অর্থ বছরে বরাদ্দের ৭ লাখ টাকায় হেলিপোর্ট এলাকায় বিনোদন কেন্দ্রের সৌন্দর্য বর্ধনের কাজ বর্তমানে চলমান রয়েছে।

তিনি আরও বলেন, দেড় লাখ টাকা ব্যয়ে চলছে উপজেলা শিল্পকলা একাডেমি ও অফিসার্স ক্লাবের উন্নয়নের কাজ। ২০২৩-২৪ অর্থ বছরে উন্নয়নের কিছু প্রকল্প চলতি বছরের প্রথম দিকে হাতে নেওয়া হয়। জাতীয় সংসদ নির্বাচন ও সরকার পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু কাজ শুরু হতে দেরি হয়। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে শুরু হয় সেসব কাজ। বর্তমানে প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে বলেন, প্রাক্কলন অনুসারে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে শতভাগ কাজ বাস্তবায়ন করা হচ্ছে এবং চলমান কাজগুলো সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীন জানান, ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থ বছরের কিছু উপজেলা পরিষদের উন্নয়নের কাজ নির্বাচন, সরকার পরিবর্তন, প্রাকৃতিক দূর্যোগসহ নানা জটিলতার জন্য শুরু হতে দেরি হয়। ইতোমধ্যে প্রাক্কলন অনুসারে কাজ শুরু হচ্ছে। শতভাগ কাজ শেষ করার জন্য তদারকি চলছে। পিআইসির সভাপতি ও সদস্যদের উপস্থিতিতে কাজ সম্পন্ন করা হবে। কাজ শেষ হলে জেলা প্রশাসকের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।

T.A.S / T.A.S

কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল

কবিরহাটে অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান

হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন- স্বাস্থ্য সচিব

টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ:

ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য - কুমিল্লায় হাজী ইয়াছিন

বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ

ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ

৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২

কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার

হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা

ঢাকা-গাজীপুরে মসজিদের ইমামকে গুম ও হত্যাচেষ্টার প্রতিবাদে গলাচিপায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল