ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জের বরেণ্য শিক্ষাবিদ মো আব্দুর রউফ এর কুলখানি অনুষ্ঠিত


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২-১১-২০২৪ দুপুর ২:২৭

সুনামগঞ্জের বরেণ্য  শিক্ষাবিদ,সরকারী জুবিলী উচচ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক ও অব: জেলা শিক্ষা কর্মকর্তা মরহুম আলহাজ্ব  মো.আব্দুর রউফ এর রুহের মাগফেরাত কামনায় কুলখানি ও গরীব-অসহায় এবং উপজেলার বিভিন্ন মসজিদে শিরনি বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২২ নভেম্বর) সকালে পারিবারিক উদ্যােগে শান্তিগঞ্জের উজানীগাঁওস্থ তাঁর নিজ গ্রামে ইহা অনুষ্ঠিত হয়। জানা যায় বরেণ্য শিক্ষাবিদ আব্দুর রউফ এর কুলখানি ও শিরনি সুষ্টভাবে সম্পন্ন করার লক্ষ্যে গ্রামের প্রত্যেক বাড়ির ঘরে ঘরে সুশৃঙ্খলভাবে শিরনি বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তাঁর পরিবারবর্গ, আত্তীয়সজন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মরহুম আলহাজ্ব আব্দুর রউফ এর জীবনী থেকে জানা যায়, তিনি ১৯৪৫ সালের ৯ ই জানুয়ারি সুনামগঞ্জের  শান্তিগঞ্জ উপজেলার  "উজানীগাঁও "গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।

ষাঠের দশকে পোস্ট -গ্র্যাজুয়েশন শেষ করেই একজন আদর্শবান শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। তিনি সুদীর্ঘ ৩২ বছর জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারী উচচ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক,সরকারি জুবিলী উচচ বিদ্যালয়,সুনামগঞ্জের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন (১৯৬৭সাল -১৯৯৯ সাল) এবং পরবর্তীতে ২০০২ সালে সুনামগঞ্জ 'জেলা শিক্ষা কর্মকর্তার পদ থেকে সুনামের সহিত  অবসরপ্রাপ্ত হন।

শিক্ষকতার পাশাপাশি তিনি জয়কলস উজানীগাও রশিদিয়া উচচ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি, পল্লিবিদ্যুৎ সমিতি,সুনামগঞ্জ এর পরিচালক, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর স্থায়ী জায়গা সংক্রান্ত সমাধান এর লক্ষ্যে " ঐতিহাসিক সমাবেশ ও আলোচনা" সভার সম্মানিত সভাপতি, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ  এর সাবেক উপদেষ্টা ও সুনামগঞ্জ সমিতি, সিলেট এর উপদেষ্টা সহ বিভিন্ন গুরু দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,সুনামগঞ্জের এই কীর্তিমান ও বরেণ্য শিক্ষাবিদ গত ৯ই নভেম্বর ২০২৪ বাধ্যকজনিত কারণে  মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ও ৪ মেয়ে নাতী নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে উজানীগাও গ্রামবাসী,সাবেক পরিকল্পনা মন্ত্রী  এম এ মান্নান, শান্তিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ শান্তিগঞ্জ উপজেলার ইউএনও সুকান্ত শাহা,সুনামগঞ্জ জেলা শিক্ষা পরিবার,
সরকারী জুবিলী উচচ বিদ্যালয় পরিবার, জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারী উচচ বিদ্যালয় পরিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক  প্রতিষ্ঠান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
 প্রভাষক মাহবুুবুর রউফ নয়ন তাঁর পিতার রুহের মাগফিরাত এর জন্য  সবার নিকট দোয়া চেয়েছেন।

এমএসএম / এমএসএম

স্বাধীনতার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বিএনপির জন্ম: ডা. মাজহার

বকশীগঞ্জে কৃষকের ৬১ শতক জমি ধান নষ্ট করে দিলো প্রভাবশালীরা

রায়গঞ্জে লাখো মানুষের ভরসা দড়িটানা নৌকা : জনপ্রতিনিধিদের কেউ কথা রাখেনি

দেশী-বিদেশী ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে: মো.শাহজাহান

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত