বিয়ে কবে করছেন লামিমা লাম

এখনকার সময়ের ছোট পর্দার পরিচিত মুখ লামিমা লাম। নির্মাতা কাজল আরেফিন অমির কিছু নাটক ও সিরিজে কাজ করে রাতারাতি দর্শকপ্রিয়তা পান অভিনেত্রী। কমেডি ঘরানার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পর্দায় অভিষেক ঘটে লামিমার। এছাড়াও দর্শকের ভালোবাসা পেতে নিয়মিত বিভিন্ন চরিত্রে কাজ করছেন এই অভিনেত্রী।
মূলত কাজল আরেফিন অমির হাত ধরেই একে একে বিভিন্ন সিরিজে কাজ শুরু করেন লামিমা লাম। তবে এখন শুধু অমিই নন, অন্যান্য নির্মাতাদের কাছ থেকেও ডাক পান অভিনেত্রী। সম্প্রতিই নির্মাতা জিন্নাহ'র ‘টাকার মেশিন’ নামে একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন তিনি।
তবে লামিমার কাজের পাশাপাশি অনুরাগীদের আগ্রহ রয়েছে তার ব্যক্তিজীবনের প্রতিও। অনেকে জানতে চান লামিমা কি সিংগেল? কিংবা বিবাহিত?
বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দিয়েছেন লামিমা লাম। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে লামিমাকে বলতে শোনা যায়, ‘এখন আমি সব জায়গায় এই প্রশ্ন পাই!’
লামিমা জানালেন, তিনি ইনস্টাগ্রামে 'আস্ক মি এ কোয়েশচন' পোস্ট করলে অর্ধেক প্রশ্নই আসে তার বিয়ে নিয়ে! অর্থাৎ তার অনুরাগীরা জানতেই চান, আসলেই কবে বিয়ে করছেন লামিমা।
সে প্রশ্ন লামিমাকে আবার করা হলে অভিনেত্রী বলেন, ‘এটার উত্তর দেওয়া যাবে না। কারণ আমি নিজেই জানি না। আসলে আল্লাহ আমার কপালে যেদিন বিয়ে রেখেছেন, ওইদিনই হবে।’
প্রসঙ্গত, অল্প কয়েক বছরের ক্যারিয়ারে কাধিক নাটক ও ওয়েব ফিল্মে কাজ করেছেন লামিমা লাম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ঠাণ্ডা’, ‘আমাদের ডিভোর্স’, ‘এক্স যখন নার্স’ ‘গুড বাজ’, ‘লতা অডিও’ ইত্যাদি। এছাড়া ‘অসময়’, ‘হোটেল রিল্যাক্স’, ‘ফিমেল ২’, ‘দই’সহ কিছু ওটিটি কনটেন্টে অভিনয় করেছেন তিনি।
এমএসএম / এমএসএম

দত্তক-সারোগেসিতে ৩ সন্তান, কেন নিজে গর্ভধারণ করেননি সানি লিওন

নায়িকা থেকে এবার কবি ঋতুপর্ণা

স্বামীকে নিয়ে থাইল্যান্ডের সাগর-পাহাড়ে মিম

অর্থকষ্টে নিজের গয়না বিক্রি করেছেন অপু বিশ্বাস

নুরকে নিয়ে বিতর্কিত পোস্ট, তোপের মুখে জয়

স্বামী ‘খাইষ্টা জাহাঙ্গীর’ এর মতো হলে সরাসরি ‘না’ সাদিয়া আয়মানের

শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী

হানিয়ার এই গ্ল্যামারাস লুক ঝড় তুলছে নেটমাধ্যমে

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু
