ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

কার্যালয়ভিত্তিক কার্যক্রমে চট্টগ্রাম উত্তর দক্ষিণ জেলা বিএনপি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১-৯-২০২১ দুপুর ৪:২৯

চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যক্রম দলীয় কার্যালয়ের বাইরেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে দেখা গেলেও চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কার্যক্রম দলীয় কার্যলয়ভিক্তিক। নগরীর দলীয় কার্যালয়ের বাইরে কোনো কর্মসূচি এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারেও কোনো কার্যক্রম করার সাহস করেছে না বলে তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ। এমনকি উত্তর জেলা এবং দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক এলাকায়ও জোরালো কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামতে দেখা যায় না বলে তৃণমূল নেতাকর্মীরা জানান।

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ তিন সাংগঠনিক এলাকা মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার কর্মকাণ্ড চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। তিন মাসের জন্য গঠন করা এসব কমিটির মেয়াদও এরই মধ্যে শেষ হয়ে গেছে। নগর এবং উত্তর জেলার আহ্বায়ক কমিটির গত ৬ মাসেও তৃণমূল পর্যায়ে কোনো কমিটি গঠন করতে পারেনি। দক্ষিণ জেলার কমিটি এরই মধ্যে পার করে দিয়েছে দেড় বছর। এ সময়ে কয়েকটি থানা ও পৌরসভা কমিটি গঠন করা হলেও দেখা দেয় চরম অসন্তোষ।

জানা গেছে, ডা. শাহাদাত হোসেনকে আহ্বায়ক ও আবুল হাশেম বক্করকে সদস্য সচিব করে চট্টগ্রাম নগর বিএনপির ৩৯ সদস্যের কমিটি গত বছরের ২৩ ডিসেম্বর। কমিটিকে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করতে তিন মাস সময় দেয় কেন্দ্র। এর মধ্যে সাড়ে প্রায় ৯ মাসের বেশি সময় পার হয়ে গেলেও সম্মেলন হয়নি। গঠিত হয়নি পুর্ণাঙ্গ কমিটিও। তবে ১৫টি থানা কমিটি গঠনের। এজন্য নগর কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কদের প্রধান করে ১৫টি সাবজেক্ট কমিটি করে। 

উত্তর জেলা : অন্তর্কোন্দলে দ্বিধাবিভক্ত পুরোনো আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে গত বছরের ২৩ ডিসেম্বর আবারও উত্তর  জেলার আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্র। ৪৩ সদস্যের এ কমিটির প্রধান করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে। কমিটির দায়িত্ব পাওয়ার পর থেকেও নগরীর নাছিমন ভবন দলীয় কার্যালয়ের বাইরে সাংগঠনিক এলাকাতে একদিনের জন্যও কোন কমর্সচি করতে না পারার অভিযোগ এবং আহ্বায়ক কমিটির সাইকে নিয়ে বৈঠক করতে না পারার অভিযোগ রয়েছে।

উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আমিন চৌধুরী চেয়ারম্যান বলেন, উত্তর জেলা বিএনপির প্রতিটি নেতা কর্মীরা বহু মামলা হামলা জেল জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরও প্রতিটি কর্মসূচিতে অংশ নিচ্ছে, দলীয় কার্যালয়ে কর্মসচিগুলো হওয়াতে স্থানীয়ভাবে কোম মামলা দিতে পারছে না এই ক্ষেক্রে বিষয়টি পজেটিভ বলে তিনি জানান তবে উচিত এলাকা ভিত্তিক সাংগঠনিক কর্মকাণ্ড করা।

দক্ষিণ জেলা : ২০১৯ সালের ২ অক্টোবর আবু সুফিয়ানকে আহ্বায়ক ও মোস্তাক আহমদ খানকে সদস্য সচিব করে ৬৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অন্তর্কোন্দল এড়াতে দক্ষিণের কাউকে দায়িত্ব না দিয়ে এ কমিটির আহ্বায়ক করা হয় নগর বিএনপি নেতা আবু সুফিয়ানকে। ৩ মাসের মধ্যে সম্মেলন ও নতুন কমিটি গঠন করতে বলা হলেও এরই মধ্যে চলে গেছে দেড় বছর। যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও মো. লেয়াকত আলী আহ্বায়ক কমিটি বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে বহিষ্কার হয়েছে। তবে দক্ষিণ জেলার কার্যক্রমও সীমিত পরিসর নগরীর দোস্ত বিল্ডিং  দলীয় কার্যলয়ের অভ্যান্তরে সিমাবদ্ধ। সাংগঠনিক এলাকায় গিয়ে কোন কর্মর্সচিও করতে না পারার অভিযোগ রয়েছে।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মঈনুল আলম ছোটন জানান, দলীয় কার্যালয়ে কার্যক্রম করার বিষয়টি সঠিক না, যেখানে দলীয় নেতা কর্মীরা ঘরে বসে আলাপ আলোচনা করতে পারছে সেখান থেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সেখানে মাঠ পর্যায়ে কর্মসূচি পালন করা খুব কঠিন, আজ (বুধবার) সকালে নগরীর ২নং গেইটে বিপ্লবী উদ্যানে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক মন্ত্রী ও দক্ষিণ জেলার সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান, সদস্য এনামুল হক এনামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বলে জানান।

এ বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া বলেন, দক্ষিণ জেলা বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী ও গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল দায়িত্ব থাকা অবস্থায় দলীয় কার্যালয়ের বাইরে গিয়ে তেমন কোন কর্মসূচি করতে পারিনি, তৃণমূল নেতা কর্মীদের দাবি ছিল দলীয় কার্যক্রম এলাকা ভিত্তিক করার জেলা নেতারা প্রতিটি এলাকায় গিয়ে বক্তব্য দিবে কিন্তু নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য সচিবও আগের কমিটির চেয়ে খারাপ অবস্থায় নিয়ে গেছে, ঘরে বসে অন্ধকার থেকে আন্দোলন করতে চান তারা হাস্যকর বিষয়।

এমএসএম / জামান

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক