ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীতে বিভাগীয় কমিশনারের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ৪:৩১

নবাগত বরিশাল বিভাগীয় কমিশনারের সঙ্গে পটুয়াখালী জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল  বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে  মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। 
পায়রা বন্দর কর্তৃপক্ষর সদস্য লেফটেন্যান্ট কমান্ডার রঈম জারীফ বলেন, "ভূমি অধিগ্রহণের কারণে প্রতিবছর প্রায় ৩ কোটি টাকা ভূমি উন্নয়ন কর দিতে হচ্ছে। এ ছাড়াও বিভিন্ন মামলার কারণে উন্নয়ন প্রকল্পগুলো বাধাগ্রস্ত হচ্ছে। এই সমস্যাগুলোর দ্রুত সমাধান জরুরি।" পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের বিল্লাহ বলেন, "কলেজের হোস্টেল সমস্যাটি এখন বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন।"

প্রেসক্লাব সভাপতি সোহরাব হোসেন বলেন, "পটুয়াখালীর প্রধান সড়কটি সরু হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানান তিনি।"

বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার বলেন, "চার লেন সড়ক প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এটি দ্রুত শেষ করার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।  "জেলার সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।" তিনি আরও বলেন, "উঠে আসা বিভিন্ন সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, "বিভাগীয় কমিশনার মহোদয়ের দিকনির্দেশনা ও পরামর্শ আমাদের কাজের আগ্রহ ও দক্ষতা বাড়াচ্ছে। যেকোনো সমস্যায় তাঁর সহযোগিতা আমরা পাচ্ছি।" সভা শেষে জেলা প্রশাসক আগামী ৩০ ডিসেম্বর শনিবার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু