ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

গণ বিশ্ববিদ্যালয়ে এএমআর সচেতনতা সপ্তাহ উদযাপন


ইভা আক্তার, গবি photo ইভা আক্তার, গবি
প্রকাশিত: ২৮-১১-২০২৪ বিকাল ৬:৩৮

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) "Combating Antimicrobial Resistance: Act Now" শিরোনামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গবির সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ'র উদ্যোগে বেলা ১১ টায় আইকিউএসি সেমিনার কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

মূল বক্তার বক্তব্যে ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকলেছুর রহমান সরকার স্লাইড প্রেজেন্টেশনে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বিস্তারিত আলোচনায় অ্যান্টিবায়োটিকের উচ্চ, অপ্রয়োজনীয়, ভুল এবং অতিরিক্ত ব্যবহারের বিষয়গুলো তুলে ধরেন। প্রেজেন্টেশনে রেজিস্ট্যান্সের এর সম্ভাব্য ঝুঁকি, সংকট নিরসনের উপায় এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাজী হাবিবুর রহমান বলেন, ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় প্রতিকার করার পরিবর্তে প্রতিরোধ পদ্ধতিতে মনোযোগী হওয়া এবং স্টেকহোল্ডারদের জনগণের আস্থা অর্জন মুখ্য। আইন প্রণয়ন ও বাস্তবায়নকারী সংস্থাগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে, কেননা এটি এক জাতীয় চ্যালেঞ্জ।’

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান জ্ঞানভিত্তিক জনসচেতনতার প্রতি অধিক গুরুত্বারোপ করে বলেন, ‘এ সমস্যাটি প্রাণি ও কৃষি খাতেও ব্যাপকভাবে বিদ্যমান এবং মানব সভ্যতার জন্য বড় ঝুঁকি। এর সমাধানের জন্য অর্গানিক খাবার এবং খাবার গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন- যথাযথভাবে আধা-সেদ্ধ করে খাবার পরিবেশন।’

এ সময় আরও বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবুল বাশার, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মাদ শাওকত মাহমুদ, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ফুয়াদ হোসাইন ও ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক এ এফ এম মাহমুদুল ইসলাম।

সেমিনার শেষে বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ উপলক্ষে অ্যান্টিবায়োটিকের উচ্চ ব্যবহার-অপব্যবহারের বিভিন্ন বিষয়কে সামনে রেখে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা পোস্টার প্রদর্শনী করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

T.A.S / T.A.S

ইবিতে রিয়েল এস্টেট বিরোধ নিষ্পত্তি শীর্ষক পিএইচডি সেমিনার  

বিকেলে শেষ হচ্ছে চাকসু ফরম বিক্রি,প্যানেল দিচ্ছে না বাগছাস

নির্বাচনী লড়াইয়ে টিকে গেলেন কারা?

জকসু ও সম্পূরক বৃত্তিসহ জবি শাখা বাগছাসের ৫ দাবি

বেরোবি শিক্ষকের যৌন হয়রানির সত্যতা খুঁজতে ফাঁস হওয়া অডিও ক্লিপ ফরেনসিক ল্যাবে

রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ভিপি পদে লড়বেন ১৮ প্রার্থী

চাকসু নির্বাচনের প্রথম প্যানেলের মনোনয়ন নিল ছাত্র ইউনিয়ন–ছাত্রফ্রন্টের 'দ্রোহ পর্ষদ'

ইবির সাবেক শিক্ষার্থীর হত্যাকারী তার নিজেরই সন্তান :পুলিশের চাঞ্চল্যকর তথ্য

মনোনয়নপত্র বিতরণ শুরু, ডোপ টেস্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল

জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, ফলাফলের অপেক্ষা

ড.আব্দুল মুঈদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইবিতে স্মরণসভা

আচরণবিধি 'লঙ্ঘন' করে চলছে রাকসুর প্রচার-প্রচারণা