গণ বিশ্ববিদ্যালয়ে এএমআর সচেতনতা সপ্তাহ উদযাপন

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) "Combating Antimicrobial Resistance: Act Now" শিরোনামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গবির সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ'র উদ্যোগে বেলা ১১ টায় আইকিউএসি সেমিনার কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
মূল বক্তার বক্তব্যে ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকলেছুর রহমান সরকার স্লাইড প্রেজেন্টেশনে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বিস্তারিত আলোচনায় অ্যান্টিবায়োটিকের উচ্চ, অপ্রয়োজনীয়, ভুল এবং অতিরিক্ত ব্যবহারের বিষয়গুলো তুলে ধরেন। প্রেজেন্টেশনে রেজিস্ট্যান্সের এর সম্ভাব্য ঝুঁকি, সংকট নিরসনের উপায় এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাজী হাবিবুর রহমান বলেন, ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় প্রতিকার করার পরিবর্তে প্রতিরোধ পদ্ধতিতে মনোযোগী হওয়া এবং স্টেকহোল্ডারদের জনগণের আস্থা অর্জন মুখ্য। আইন প্রণয়ন ও বাস্তবায়নকারী সংস্থাগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে, কেননা এটি এক জাতীয় চ্যালেঞ্জ।’
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান জ্ঞানভিত্তিক জনসচেতনতার প্রতি অধিক গুরুত্বারোপ করে বলেন, ‘এ সমস্যাটি প্রাণি ও কৃষি খাতেও ব্যাপকভাবে বিদ্যমান এবং মানব সভ্যতার জন্য বড় ঝুঁকি। এর সমাধানের জন্য অর্গানিক খাবার এবং খাবার গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন- যথাযথভাবে আধা-সেদ্ধ করে খাবার পরিবেশন।’
এ সময় আরও বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবুল বাশার, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মাদ শাওকত মাহমুদ, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ফুয়াদ হোসাইন ও ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক এ এফ এম মাহমুদুল ইসলাম।
সেমিনার শেষে বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ উপলক্ষে অ্যান্টিবায়োটিকের উচ্চ ব্যবহার-অপব্যবহারের বিভিন্ন বিষয়কে সামনে রেখে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা পোস্টার প্রদর্শনী করা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
T.A.S / T.A.S

কুবির নজরুল হলের শিক্ষার্থীর নামে 'মাদক সেবন করে উগ্র আচরণের' অভিযোগ

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

ইবিতে রাসুল (স) কে নিয়ে কটুক্তিকারী ফেসবুকে ক্ষমা চাইলেও প্রশাসন তদন্ত কমিটিতে আস্থা

জবি রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে কুশপুত্তলিকা দাহ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনের দাবি জানিয়ে রাবিতে বিক্ষোভ

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্র

অবশেষে সরানো হচ্ছে কুয়েটের উপাচার্যকে

চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে মানবে না শিক্ষক সমিতি

কুয়েটে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শেকৃবি শিক্ষার্থীদের প্রতীকী অনশন

ইবি কর্মকর্তার রাসুল (স) কে নিয়ে কটুক্তি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনিশ্চিত কৃষি গুচ্ছের ভবিষ্যৎ
