আলফাডাঙ্গায় আশ্রয়ণের-২ উপকারভোগীদের প্রশিক্ষণের সমাপনী
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পে উপকারভোদীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান,উক্ত অনুষ্ঠানে বক্তব্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া এবং আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন।
আশ্রয়ণ-২প্রকল্পে এই প্রশিক্ষণ শুরু হয় ৯ নভেম্বর। ২৭২ জন উপকারভোগীদের নিয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়। প্রশিক্ষণে উপকারভোগীদের পারিবারিক হাঁস মুরগী পালন, পারিবারিক পুষ্টি বাগান, মৎস্য চাষ ও সেলাই মেশিন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
T.A.S / T.A.S