ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সকল শ্রমিকদের বঞ্চণা নিরসনের সুপারিশ করা হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১২-২০২৪ বিকাল ৭:৭

শ্রম কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দীন আহম্মেদ, পরিচ্ছনাতাকর্মী এবং গৃহকর্মীদের আলচনা শেষে আশ্বাস দিয়ে জানান যে, সকল শ্রমিকদের বঞ্চণার কথা মূল প্রতিবেদনে উল্লেখ করা হবে এবং সেই আলোকেই সুপারিশ প্রণয়ন করা হবে। সকল শ্রেনীর সকল শ্রমিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য ও উপাত্তের আলোকেই কমিশন শ্সুরম আইন ও নীতিসমূহের পর্পাযালোচনা, শমিকের ন্যা বিচার প্রাপ্তির, কর্মসন্সথান উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, কাজের নিরাপত্তার বিধান ও মজুরির ন্যায্য হিস্যা নিশ্চিতকরন প্রভৃতি বিষয়ে সুপারিশ প্রণয়ণ করবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয় নগরের শ্রমভবনের সম্প্রীতি সভা কক্ষ (৩য় তলা), শ্রম সংস্কার কমিশনের পক্ষ থেকে অংশীজনদের সাথে আনুষ্ঠানিক মতবিনিময়ের যাত্রা শুরু করেছে। উক্ত মতবিনিময় সভায় দেশের সবচেয়ে অবহেলিত শ্রমজীবী গোষ্ঠী, পরিচ্ছন্নতাকর্মী এবং গৃহশ্রমিকদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে অংশীজনদেও মতামত ও সুপারিশ সংগ্রহর করেছে কমিশন।

শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দীন আহমেদের (নির্বাহী পরিচালক, বিলস) সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্যরা ও পরিচ্ছতাকর্মী গৃহশ্রমিক ও নেতৃত্বরা।  শ্রম কমিশনের আরো সদস্যদের মধ্যে আইনজীবী অ্যাডভোকেট একেএম নাসিম (সাবেক সভাপতি, লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশন), ড মাহফুজুল হক (সাবেক  শ্রম সচিব), ড. তাসলিমা আখতার, সভাপধান গার্মেন্ট শ্রমিক সংহতি ও আলোকচিত্রী ও অন্যান্যরা।

সভায় সংক্ষিপ্ত পরিচয় পর্ব শেষ করে ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকা থেকে আগত পরিচ্ছন্নতা কর্মী, এবং শ্রম ভবনের নারীকর্মীরা তাদের বর্তমান পরিস্থিতিতে তাদের সামাজিক অবস্থান, বেতন বৈষম্য, তাদের সন্তানদের সুযোগের অভাবসহ বিভিন্ন বিষয়ে তাদের দুঃখ ও বঞ্চনা তুলে ধরেন, তুলে ধরেন তাদের প্রাত্যহিক জীবনের দুর্বিষহ অভিজ্ঞতার কথা। তাদের নেই কোনো সামাজিক স্বীকৃতি, তারা নিজের পরিচয় দিতে বোধ করে লজ্জিত। ভবনের একজন নারী কর্মী জানান, সরকারী অফিসে কাজ করা সত্ত্বেও তাদের বেতন পেতে দেড় থেকে দুই মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়, তারা পান না কোনো মাতৃত্বকালীন ছুটি। পরিচ্ছন্নতাকর্মীদের পক্ষ থেকে কমিশনকে তাদের লিখিত সুপারিশ প্রদান করার কথা জানানো হয়।

সভার দ্বিতীয় পর্ব শুরু হয় গৃহশ্রমিকদের সাথে কথপকথোন এর মাধ্যমে। গৃহশ্রমিকরা তাদের বিভিন্ন ভালো খারাপ অভিজ্ঞতা কমিশনের কাছে তুলে ধরেন। তাদের সামাজিক মর্যাদা, বেতন, যৌন নির্যাতনের কথা তুলে ধরেন। একজন গৃহশ্রমিক জানান তাদের 'বুয়া' বলে সম্বোধন করার কারণে তারা নিজের সুন্দর নামটিও আর মনে করতে পারেন না। তারা কমিশনের নিকট দাবী রাখেন তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়।

এখানে উল্লেখ্য বাংলাদেশের প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অধিকার সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের লক্ষ্যে গঠিত শ্রম সংস্কার কমিশন গত ২৮ নভেম্বর ২০২৪ তারিখে তার প্রথম আনুষ্ঠানিক সভা সফলভাবে সম্পন্ন করে কাজ শুরু করেছে। শ্রমিক অধিকার ও কল্যান রক্ষার্থে অন্তর্র্বতীকালীন সরকার ১৭ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে শ্রম সংস্কার কমিশন গঠনের ঘোষণা আসে। কমিশন শ্রমিক কল্যানে ও অধিকার নিশ্চিতে ধারাবহিকভাবে  মতবিনিময় সভা করে মতামত ও সুপারিশ গ্রহণ করবেন।

T.A.S / T.A.S

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক