ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১১-২০২৫ রাত ৮:৩৮

সম্প্রতি দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকায় ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে  প্রকাশিত হওয়া  “জোন ৭/১-এর ইমারত পরিদর্শক জয়নাল আবেদিনের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে এই মিথ্যা বনোয়াট ভিত্তিহীন তথাকথিত সংবাদে আমি গভীরভাবে হতাশা হয়েছি। উক্ত প্রতিবেদনের অধিকাংশ তথ্যই মনগড়া, অসত্য, যাচাইবাছাই বিহীন এবং আমার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রচারিত। আমার বিরুদ্ধে  ঘুষ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। 
আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনে কখনোই কোনো প্রকার ঘুষ লেনদেন বা অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগ ওঠেনি। বহু বছর ধরে আমি রাজউকের নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করছি। কোনো সরকারি তদন্তেও আমার বিরুদ্ধে ঘুষ নেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। 
সংবাদে দাবি করা হয়েছে যে আমি ওয়ারী বা কদমতলীর অবৈধ ভবন নির্মাণে সহায়তা করেছি যা সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে, রাজউকের নীতিমালা অনুযায়ী আমি ভবন মালিকদের বারবার নোটিশ প্রদান করেছি, নির্দেশনা দিয়েছি এবং প্রয়োজনে মোবাইল কোর্টের জন্য সুপারিশ পাঠিয়েছি। অবৈধ ভবন নির্মাণ কোনোভাবেই আমার সহযোগিতায় হয়নি। “ঘুষ দিয়ে নোটিশ থামিয়ে দেওয়া” সম্পূর্ণ মনগড়া দাবি। নোটিশ জারি ও আইনগত প্রক্রিয়া কখনোই একজন কর্মকর্তার ইচ্ছাধীন নয়। সংবাদে যেভাবে ঘুষ নিয়ে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং প্রমাণহীন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দৈনিক সকালের সময় এ প্রকাশিত একটি পুরনো নিউজ থেকে তথ্য নিয়ে তা পুনরায় নতুন করে উপস্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, দৈনিক সকালের সময় এ প্রথম প্রকাশিত তথ্যের পর আমি প্রতিটি ভবনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এবং বিষয়গুলো অথোরাইজড অফিসার ও মোবাইল কোর্টের আওতায় ছিল। কাগজপত্র পর্যালোচনা করে নিয়মিত উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদনও প্রদান করেছি। তবে বিভিন্ন গণমাধ্যম সেই পুরনো নিউজকে কপি করে বিভ্রান্তিকর ও ভুলভাবে প্রকাশ করছে, যার ফলে আমাকে হয়রানির শিকার হতে হচ্ছে।
বিগত দিনে ১-হোল্ডিং-৭৭/১, যোগীনগর লেন, ওয়ারী-পূর্বে নোটিশ, মোবাইল কোর্ট, আংশিক অপসারণ, বিদ্যুৎ মিটার জব্দ। ২-হোল্ডিং-৩১/১, স্বামীবাগ লেন, করাতিটোলা নোটিশ, মোবাইল কোর্ট, আংশিক অপসারণ, বিদ্যুৎ বিচ্ছিন্ন। ৩-হোল্ডিং-৩৩, স্বামীবাগ লেন নোটিশ, মোবাইল কোর্ট, আংশিক অপসারণ, বিদ্যুৎ মিটার জব্দ। ৪-হোল্ডিং-৭৬, বিসিসি রোড, ওয়ারী একাধিক মোবাইল কোর্ট, আংশিক অপসারণ, জরিমানা ও অঙ্গীকারনামা। 
উল্লেখ্য সবগুলো কর্মকাণ্ড নথিবদ্ধ এবং রাজউকের নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। এ ধরনের গুরুতর অভিযোগের কোনো নথি, প্রমাণ বা সরকারি রেকর্ড সংবাদে উল্লেখ নেই। তাই এটি উদ্দেশ্যমূলক মানহানির প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। আমার নামে প্রকাশিত এ ধরনের উদ্ধৃতি সম্পূর্ণ মিথ্যা। কোনো অডিও, ভিডিও বা সাক্ষ্য নেই। এটি সংবাদকর্মীর ব্যক্তিগত ব্যাখ্যা বা উদ্দেশ্যমূলক সংযোজন। প্রতিবেদনে নতুন অফিসারের বক্তব্য এমনভাবে সাজানো হয়েছে যেন পূর্ববর্তী কর্মকর্তারা অনিয়মে জড়িত যা সম্পূর্ণ অনৈতিক ও অসত্য উপস্থাপন। আমার সব নোটিশ, প্রতিবেদন ও সুপারিশ রাজউকের নথিতে সংরক্ষিত আছে। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বানোয়াট, প্রমাণহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। যেকোনো সংবেদনশীল সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার বিধি ও নৈতিকতা। আমার সঙ্গে যোগাযোগ না করেই দৈনিক স্বাধীন সংবাদ  এ ধরনের তথ্য প্রকাশ অনভিপ্রেত ও অনৈতিক। 
আমি অনুরোধ করছি, এই মিথ্যা, বিকৃত ও মানহানিকর প্রতিবেদনের সংশোধন/প্রতিবাদ যথাযথভাবে প্রকাশ করা হোক। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি তথ্যবিকৃত, প্রমাণহীন এবং ব্যক্তিগত সুনামহানির উদ্দেশ্যে রচিত। আমি এই ভিত্তিহীন সংবাদ প্রত্যাহার ও সংশোধনের দাবি জানাচ্ছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করছি।

ইমারত পরিদর্শক

জয়নাল আবেদিন

Aminur / Aminur

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক

আত্মনিবেদিত রাজনীতিবিদ শেখ ফজলে বারী মাসউদ

যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত

গেমপ্লিফাই সফলভাবে আয়োজন করল অনসাইট স্পোর্টস কুইজ প্রতিযোগিতা

মাদক সন্ত্রাস প্রতিরোধে ঐক্যের ডাক, পরিবর্তনের অঙ্গীকার কামাল হোসেনের

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউকের জরুরি তৎপরতা

ভূমিকম্পে আহতদের চিকিৎসায় ডিএমসি হাসপাতালে ড্যাবের টিমের জরুরি প্রস্তুতি