যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত
আজ সকালে ঢাকা বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপি কর্তৃক পরিচালিত যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণে যুবতীদের প্রথম ব্যাচের ১৫ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) ও প্রকল্প পরিচালক কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ ও প্রশিক্ষণ ভাতা তুলে দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ‘‘একটি সুস্থ, শক্তিশালী যুব সমাজ গঠন ও নিজেদের আত্মরক্ষার জন্য এ মৌলিক প্রশিক্ষণ বলিষ্ঠ ভূমিকা রাখবে। তিনি দেশের যেকোন দূর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা সদা প্রস্তুত থাকবেন বলে তিনি আশা করেন’’। উল্লেখ্য গত ৯ নভেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা বিকেএসপি’তে যুবতীদের প্রথম ব্যাচের উদ্বোধনীর মধ্য দিয়ে প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণটি মূলত জুডো, কারাতে, তায়কোয়নডো ও শ্যূটিং (এয়ার গান) বিষয়ের উপর প্রশিক্ষণ দেয় হচ্ছে। এ প্রশিক্ষণের লক্ষ্য- যুবদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক ভারসাম্য অর্জন, শৃংখলা ও আত্মনিয়ন্ত্রন, শারীরিক সক্ষমতা অর্জন এবং জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার। অনলাইন নিবন্ধনে ফাস্ট কাম ফাস্ট সিলেকশনের ভিত্তিতে সারা দেশের নূন্যতম এসএসসি উত্তীর্ণ, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও প্রশিক্ষণ গ্রহণে সক্ষম ১৮-৩৫ বছর বয়সের বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ ১৫ দিনের সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন। যুবকদের জন্য ১০২টি ব্যাচে ৮২৫০ জন এবং যুবতীদের ১২টি ব্যাচে ৬০০ জনসহ সর্বমোট ১১৪ টি ব্যাচে বিভিন্ন সময়ে ৮৮৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা
গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক
আত্মনিবেদিত রাজনীতিবিদ শেখ ফজলে বারী মাসউদ
যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত
গেমপ্লিফাই সফলভাবে আয়োজন করল অনসাইট স্পোর্টস কুইজ প্রতিযোগিতা
মাদক সন্ত্রাস প্রতিরোধে ঐক্যের ডাক, পরিবর্তনের অঙ্গীকার কামাল হোসেনের
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউকের জরুরি তৎপরতা
ভূমিকম্পে আহতদের চিকিৎসায় ডিএমসি হাসপাতালে ড্যাবের টিমের জরুরি প্রস্তুতি
এসওএসবি'র নেতৃত্বে ডা. সারফুজ্জামান, মনির হোসেন ও আহমদ সামি-আল-হাসান
ঢাকা জেলা প্রশাসনে ভূমিকম্প উপলক্ষে জরুরী নিয়ত্রণ কক্ষ চালু
বিআরটিএতে বিতর্কিত কর্মকর্তা তোফাজ্জলকে বহাল রাখায় প্রশ্ন
মাওনায় ‘মিথ্যে মৃত্যু’ নাটক মাদার্স কেয়ার হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে চাঞ্চল্যকর হয়রানির অভিযোগ