ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

আত্মনিবেদিত রাজনীতিবিদ শেখ ফজলে বারী মাসউদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ৪:৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ। তিনি একজন হাফেজে কুরআন, অভিজ্ঞ দেশবরেণ্য আলেমে দ্বীন। একইসঙ্গে দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে কৃত্বিতের সঙ্গে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি— ‘নগর ও নাগরিক সেবা উন্নয়নে ইসলামের নির্দেশনা : প্রেক্ষিত ঢাকা মহানগর’ শীর্ষক পিএইচডি করছেন। পেশায় তিনি ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ভাটারার সাঈদনগরস্থ জামিয়া সাঈদিয়া করীমিয়া-মাদ্রাসার অধ্যক্ষ ও মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেখ ফজলে বারী মাসউদ তৃণমূল থেকে উঠে আসা একজন সৎ, যোগ্য ও আত্মনিবেদিত রাজনীতিবিদ। দীর্ঘ তিন যুগেরও অধিক সময় ধরে তিনি এদেশের মানুষের মুক্তির লক্ষ্যে নিয়মতান্ত্রিক, সু-শৃঙ্খল, কল্যাণমুখী রাজনীতিতে সক্রিয়। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্যাতিত হয়েছেন বহুবার। আওয়ামী নির্যাতনে মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছেন।

তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন লেখক ও গবেষক। দেশি বিদেশী বহু পত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয় নিয়মিত। সাহিত্য ও গবেষণাকর্মে তিনি সুইজারল্যান্ড থেকেও- ‘NTERNATIONAL AWARD-2000’ অর্জন করেন। দীর্ঘদিন যাবৎ তিনি জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক ‘নকীব’-এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 

বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি। স্বচ্ছ ও বর্ণিল তাঁর এই রাজনৈতিক জীবনে দীর্ঘদিন তিনি এদেশের ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছেন অত্যন্ত সফলতার সাথে। তিনি বাংলাদেশের ত্রিধারার শিক্ষার্থীদের ঐক্যমঞ্চ, শুদ্ধধারার গঠনমূলক ছাত্র সংগঠন ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সভাপতি ছিলেন টানা ৪ সেশন।  

উল্লেখ্য, শেখ ফজলে বারী মাসউদ ১৯৭৮ সালের ২৩ সেপ্টেম্বর টাঙ্গাইলের নগরপুর থানাধীন দপ্তিয়র গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব কাটে ঢাকার শাহজাহানপুরে। বাল্যকাল থেকেই শেখ ফজলে বারী মাসউদ ঢাকার মাটি ও মানুষের সাথে পরিচিত। ঢাকার নগর ও নাগরিক সমস্যা নিরসনে নাগরিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন এক দশকেরও অধিক সময় ধরে। বিগত সময়ে ঢাকা উত্তর সিটি নির্বাচনেও তিনি জনমানুষের অধিকার আদায়ে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ বার। সেই নির্বাচনগুলোতে  ইতিহাসের কলঙ্কজনক জালিয়াতি ও কারচুপি সত্ত্বেও তিনি ৩য় অবস্থান অর্জন করেন।

অধিকার আদায়ের সংগ্রামে তিনি সর্বদায় অগ্রগামী। গরিব-দুঃখী, অসহায় ও মেহনতি মানুষের পাশে থাকতে তিনি পছন্দ করেন। বিভিন্ন দুর্যোগে দুর্গত, শীতার্ত, বন্যার্ত ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ছুটে যান ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতা নিয়ে। গত জুলাই ২০২৪-এর আন্দোলন ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে নেতৃত্ব দিয়েছেন অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ।

এমএসএম / এমএসএম

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক

আত্মনিবেদিত রাজনীতিবিদ শেখ ফজলে বারী মাসউদ

যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত

গেমপ্লিফাই সফলভাবে আয়োজন করল অনসাইট স্পোর্টস কুইজ প্রতিযোগিতা

মাদক সন্ত্রাস প্রতিরোধে ঐক্যের ডাক, পরিবর্তনের অঙ্গীকার কামাল হোসেনের

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউকের জরুরি তৎপরতা

ভূমিকম্পে আহতদের চিকিৎসায় ডিএমসি হাসপাতালে ড্যাবের টিমের জরুরি প্রস্তুতি

এসওএসবি'র নেতৃত্বে ডা. সারফুজ্জামান, মনির হোসেন ও আহমদ সামি-আল-হাসান