এসওএসবি'র নেতৃত্বে ডা. সারফুজ্জামান, মনির হোসেন ও আহমদ সামি-আল-হাসান
বাংলাদেশে সার্জনদের বৃহত্তম পেশাগত সংগঠন ‘সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ’ (এসওএসবি)-এর ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সার্জারির অধ্যাপক এ এম এস এম সারফুজ্জামান (রুবেল)। সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (পিজি হাসপাতাল)-এর সার্জারির অধ্যাপক মনির হোসেন খান এবং যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন ডা. আহমদ সামি-আল-হাসান।
শুক্রবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য নিশ্চিত করে। এর আগে অধ্যাপক জাহিদুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচিত পরিষদ আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে পরবর্তী দুই বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটিতে অন্যান্য পদের মধ্যে সহসভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক রফিকুস সালেহিন, অধ্যাপক এস এম আশরাফ আলী, অধ্যাপক সাদরুল আলম ও অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া।
এ ছাড়া সংগঠনটির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ডা. মো. আবু সায়েম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. এম রিয়াজুল আলম, দপ্তর সম্পাদক নূর মো. শরীফ আস শামস, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মো. আলী, প্রকাশনা সম্পাদক ডা. জুনাইদুর রহমান লিখন এবং সমাজকল্যাণ সম্পাদক ডা. মো. আশরাফুল ইসলাম।
কার্যনির্বাহী সদস্য পদে ১২ জন এবং দেশব্যাপী ২২টি অঞ্চলে ২২ জন আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন—অধ্যাপক সাদিয়া সাজমিন, ডা. মো. শহীদুল ইসলাম, ডা. মো. জামাল ই রাব্বী, ডা. সায়েম আল মনসুর ফায়েজী, ডা. মো. সাইফুল ইসলাম, ডা. মো. জিয়াউর রহমান, ডা. মো. আরিফ উদ্দিন খান, ডা. আবু হেনা মোস্তফা কামাল, ডা. নাজমুল আরেফিন, ডা. নূর মো. সাঈদ বিন আজিজ, ডা. মাসকুরুল আলম এবং ডা. গোলাম মাহমুদ রায়হান।
এ ছাড়া আঞ্চলিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজে ডা. সাঈদ বিন সিদ্দিকি; বিএমইউ (পিজি হাসপাতাল) ডা. ইফতেখার আল মামুন শাকিল; চট্টগ্রামে ডা. মো. রাশেদুল হাসান; বরিশালে ডা. জয় জাখারিয়া রব; সিলেটে ডা. আবুল কালাম আজাদ; ময়মনসিংহে অধ্যাপক মোস্তফা জাহিদ বিপু; রাজশাহীতে ডা. ফারহান ইমতিয়াজ; রংপুরে ডা. শরীফুল ইসলাম; বগুড়ায় ডা. জাফর সাদিক; দিনাজপুরে ডা. সারোয়ার মুর্শেদ আলম; যশোরে ডা. শরীফুল আলম খান; কুমিল্লায় ডা. নাফিজ ইমতিয়াজ শিপলু; চাঁদপুরে ডা. হারুন উর রশীদ; মিটফোর্ডে ডা. নীলিমা জাহান; ফরিদপুরে ডা. রেজওয়ানা আলম; মুগদা মেডিকেলে অধ্যাপক মোশাররফ হোসেন; জাতীয় ক্যান্সার হাসপাতালে ডা. নাদিয়া ফারজানা; জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ডা. ইমরুল হাসান চৌধুরী; সোহরাওয়ার্দী হাসপাতালে ডা. মেসবাউল বাহার; জাতীয় কিডনি হাসপাতালে ডা. রোকনুজ্জামান এবং হলিফ্যামিলিতে ডা. শহীদুল ইসলাম খানসহ মোট ২২ জন।
এমএসএম / এমএসএম
এসওএসবি'র নেতৃত্বে ডা. সারফুজ্জামান, মনির হোসেন ও আহমদ সামি-আল-হাসান
ঢাকা জেলা প্রশাসনে ভূমিকম্প উপলক্ষে জরুরী নিয়ত্রণ কক্ষ চালু
বিআরটিএতে বিতর্কিত কর্মকর্তা তোফাজ্জলকে বহাল রাখায় প্রশ্ন
মাওনায় ‘মিথ্যে মৃত্যু’ নাটক মাদার্স কেয়ার হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে চাঞ্চল্যকর হয়রানির অভিযোগ
উত্তরায় শিমুল আহমেদের নেতৃত্বে যুবদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রধান কার্যালয় উদ্বোধন
সাংবাদিক মাসুম বিল্লাহ্ রাকিবের বারী সিদ্দিকী পদক অর্জন
বিদেশস্থ বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নিয়োগে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের প্রতিবাদ
১২ বার ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন আবু সালেহ রনি
গুলশানে রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান
ঢাকা-৫ আসনে এনসিপির মনোনয়ন চান সাদিল আহমেদ
উৎসব মুখর পরিবেশে ড্যাবের নুতন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত