ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন বিজ্ঞানপ্রিয়'র শাওন মাহমুদ


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ৬-১২-২০২৪ দুপুর ১২:৪৭

বিজ্ঞান শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর যুক্তরাজ্যের সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (৪৬ তম ব্যাচের) পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাওন মাহমুদ।

বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ব্রিটিশ রাজ পরিবার থেকে এই পুরস্কার দেওয়া হয়।  ওয়েলস-এর প্রয়াত প্রিন্সেস ডায়ানার স্মরণে সমাজসেবায় যুক্ত ১০ থেকে ২৫ বছর বয়সী তরুণদের সম্মানজনক এই পুরস্কারটি দিয়ে থাকে British Royal Family (ব্রিটিশ রাজ পরিবার) প্রতিবছর দিয়ে।

শাওন মাহমুদ ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন বিজ্ঞানপ্রিয়, যা বর্তমানে বিশ্বের বৃহত্তম বাংলা ভাষার বিজ্ঞানভিত্তিক নেটওয়ার্ক। বিগত ছয় বছরে এটি ১৫ লাখের বেশি বিজ্ঞানপ্রেমীর বিশাল কমিউনিটি হয়ে উঠেছে। এ পর্যন্ত তারা ২৫ হাজার ডিজিটাল কনটেন্ট, ৩৫০ টিরও বেশি বিজ্ঞানভিত্তিক তথ্যচিত্র ও ২,৫০,০০০ বিজ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর করেছেন।

‘প্রজেক্ট প্রাচি’ শাওনের একাধিক উল্লেখযোগ্য উদ্যোগের একটি। এই প্রকল্পে ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার পরিবারের অন্তত একজনকে প্রাথমিক চিকিৎসায় দক্ষ করে তোলার পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটর সহায়তায় ২০০ স্কুল শিক্ষার্থীকে ১৮ ঘন্টার প্রশিক্ষণ দিয়েছেন তারা।

শাওন মাহমুদ তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ডায়ানা পুরস্কার আমার জন্য অত্যন্ত সম্মানজনক একটি প্রাপ্তি। এটি কেবল একটি পুরস্কারই নয়, বরং ইতোমধ্যে যে পথ আমরা পাড়ি দিয়েছি, তার অনন্য স্বীকৃতি। পথটা যেহেতু সঠিক, তখন গতি বাড়ানোটাই হবে প্রথম দায়িত্ব। আমরা বাংলা ভাষায় বিশ্বের সবচেয়ে বড়ো বিজ্ঞানের নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করছি। উদ্দেশ্য, দেশ-বিদেশে কর্মরত বাঙালী গবেষকদের সাথে প্রান্তিক শিক্ষার্থীদের সংযোগ সেতু তৈরি করা। দেশের মেধাবী দেশেই থাকবে— এই প্রত্যাশা বাস্তবায়নে দেশে প্রচুর গবেষণাকেন্দ্রিক কর্মসংস্থান খাত তৈরি করার বিকল্প নেই। যার মূল স্তম্ভ হতে পারে এই পরিকল্পনা।

বিজ্ঞানপ্রিয় প্ল্যাটফর্মের শাওন মাহমুদ আরো বলেন, ২০১৮ সালে মাত্র ১০ জন নিয়ে বিজ্ঞানপ্রিয়’র যাত্রা শুরু করি। শুরুর দিকে আমরা দেশের ১০ লাখ মানুষের ওপর একটা গবেষণা পরিচালনা করি। সেখানে দেখতে পাই মোট ৭৬ শতাংশ  বিজ্ঞানকে দৈনন্দিন জীবনে পুরোপুরি ভরসা করতে পারে না। পাশাপাশি ৬১ শতাংশ মানুষ বিজ্ঞানের সিদ্ধান্তগুলোকে ট্যাবু মনে করে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতেই আমাদের এই প্ল্যাটফর্ম কাজ শুরু করে।

ডায়ানা অ্যাওয়ার্ড বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একটি স্বীকৃতি, যা প্রিন্সেস ডায়ানার স্মরণে তরুণ সমাজসেবীদের দেওয়া হয়। তরুণদের উদ্ভাবনী কাজ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করে এই পুরস্কার। এ বছর বাংলাদেশের ৪জন তরুণ পেয়েছেন অত্যন্ত সম্মানজনক এই পুরস্কার।

T.A.S / T.A.S

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার পদত্যাগের ঘোষণা

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বড়লেখায় শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শেকৃবি ছাত্রদল নেতার খাবার বিতরণ

জকসুর ২৩ কেন্দ্রের ফল, ফের ভিপি-জিএস-এজিএসেে এগিয়ে শিবির

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

প্রধান শিক্ষককে অবৈধভাবে সাময়িক বহিষ্কারসহ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেষ হলো জকসু নির্বাচন, শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

জকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীরা

জকসুর ভোটগ্রহণ শুরু

নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা