চৌদ্দগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি দৃষ্টান্ত হয়ে থাকবে : প্রশাসনের সাথে মতবিনিময়কালে ধর্মীয় নেতৃবৃন্দ

‘সম্প্রীতির চৌদ্দগ্রাম বাংলাদেশে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে’ এমন মন্তব্য করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ বলেন, ‘আমরা চৌদ্দগ্রাম উপজেলা তথা বাংলাদেশের নাগরিক। আমাদের এখানে সংখ্যাগুরু মুসলিমরা আমাদেরকে কখনোই কোন প্রকার নির্যাতন করছে না। তারা আমাদেরকে সংখ্যালঘু নয় বরং প্রতিবেশি হিসেবেই দেখে। মুসলিমরা ৫ আগস্টের পরে বিগত যেকোন সময়ের চেয়ে বেশি সম্প্রীতি দেখাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, চৌদ্দগ্রামের সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার নির্দেশে উভয় দলের নেতাকর্মীরা আমাদের নিয়মিত খোঁজখবর রাখছেন। এছাড়া উপজেলা ও থানা প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে তদারকি করছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় একটি রাজ্যের টেলিভিশন খুললেই দেখা যাচ্ছে-বাংলাদেশে সনাতন ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে। এমন তথ্য সঠিক নয়। ভারতের ওই রাজ্যে মুসলিম সংখ্যা বেশি হওয়ায় বিজেপি ভোট কম পায়, তাই উদ্দেশ্য প্রণোদিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে বাংলাদেশ নিয়ে ওই টেলিভিশনটি বিভিন্ন গুজব ছড়াচ্ছে। এ সময় তারা বিভিন্ন ধর্মীয় নেতা সহ সকলকে এ বিষয়ে সজাগ থাকার আহবান জানান। গত শুক্রবার রাতে চৌদ্দগ্রাম থানা মিলনায়তনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.টি.এম আক্তার উজ জামান এর সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল্লাহ এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রমোদ রঞ্জন চক্রবর্তী, উপজেলার জামায়াতের পৌর ওলামা বিভাগের সভাপতি মাওলানা মফিজুর রহমান, খতিব পরিষদ শানে সাবা’র নেতা নেজাম উদ্দিন, ছাত্রনেতা মো: মামুন মজুমদার, লতিফ শিকদার নগর শরীফের সৈয়দ আহমুদুল হাসান, বৌদ্ধ বিহারের নেতা শৈবাল কুমার সিংহ, জীবন বড়–য়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন, পূজা উদযাপন পরিষদের জেলা নেতা বাবু নান্টু চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, পৌর যুবদলের আহবায়ক মো: হাসান, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম

খাগড়াছড়ি ও গুইমারা সংঘাত পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলে আইসিইউ বন্ধ, পর্যাপ্ত ডাক্তারও নেই, রোগীরা আশানুরূপ সেবা পাচ্ছেননা

সিংড়ায় পূজা মন্ডপে বিএনপি নেতার অনুদান প্রদান

অভয়নগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজসহ সার বিতরণ

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাদারীপুরে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

রায়গঞ্জে ভিডব্লিউবি'র কর্মসূচি'র পচা ও নিম্ন মানের চাল বিতরণ

মিরসরাইয়ে এতিমের টাকা আত্মসাৎ এর অভিযোগ জহুরুল হক এর বিরুদ্ধে

চন্দনাইশে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন সাবেক বিচারপতি মামুন

কালীগঞ্জে কৃষকদের মাঝে শাক সবজি বীজ ও সার বিতরণ

হাটহাজারী উপজেলা প্রশাসনের উপহার দৈনিক সকালের সময় প্রকাশিত সেই মানবিক এনাম

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা মা-মেয়ে নিহত স্বামীসহ আহত-৫
