ঢাকা সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২৪ রাত ১১:১

পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৭ ডিসেম্বর) রাত আটটার দিকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় শিক্ষার্থীরা, 'কোটা না মেধা, মেধা মেধা', 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে ', 'জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে', 'সাকিব আঞ্জুম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ ', 'জোহা স্যারের স্মরণে, ভয় করিনা মরণে ', 'আপোষ না বিপ্লব, বিপ্লব বিপ্লব ', 'দালালি না মৃত্যু, মৃত্যু মৃত্যু', 'তুমি কে আমি কে, মেধাবী মেধাবী', 'একশন একশন, ডাইরেক্ট একশন', 'পোষ্য কোটার বিরুদ্ধে, ডাইরেক্ট একশান' 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'মেধাবীদের কান্না, আর না আর না', 'সারা বাংলায় খবর দে, পোষ্য কোটার কবর দে' ইত্যাদি স্লোগান দেন। 

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, 'আমরা শুধু মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের কথা বলি নাই, আমরা সকল ধরনের কোটার যৌক্তিক সমাধানের কথা বলেছি। জুলাই বিপ্লব হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো জুলাই বিপ্লবের ম্যান্ডেট ধারণ করে না। বিগত বছরগুলোর মতো স্বেচ্ছাচারিতা আর চলতে দেওয়া হবে না। পোষ্য কোটার কবর রচনা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েই শেষ হবে।'  

এসময় পোষ্য কোটার পক্ষে অবস্থানকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'পোষ্য কোটার পক্ষে যেসব শিক্ষক আছেন আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিতর্কে অংশগ্রহণ করুন। আপনারা যদি একটি মাত্র যুক্তি পোষ্য কোটার পক্ষে দেখাতে পারেন তাহলে শিক্ষার্থীরা পোষ্য কোটা মেনে নেবে।'

রাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, 'পোষ্য কোটা একটা জুলুম। জুলাই অভুত্থানে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের ওপর দিয়ে এই প্রশাসন চেয়ারে বসেছে। সেই চেয়ারে বসে স্ববিরোধী বক্তব্য দিচ্ছে তারা। কোটা বিরোধী আন্দোলনে তারা আমাদের সাথে একতাবদ্ধ হয়ে আন্দোলন করেছে। এখন চেয়ারে বসে পোষ্য কোটা নাকি সুবিধা কোটা হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় চলে গরীব মেহনতী মানুষের টাকায়। অনেক শিক্ষার্থী সাতশো সিরিয়াল থেকেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়না, আর শিক্ষক - কর্মচারীদের সন্তানেরা ৮ হাজার সিরিয়াল হয়ে আইন, ফিন্যান্স এবং অর্থনীতির মতো ভালো বিভাগে পড়াশোনা করে।'

বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মেশকাত মিশু বলেন, 'কোটা ইস্যু বাংলাদেশে একটি মিমাংসিত ইস্যু। নতুন করে সেই পতিত কোটাকে যারা আবার জীবন দিতে চাচ্ছে তাদেরকে আমরা লাল কার্ড দেখিয়ে দিচ্ছি। হাসিনা যেভাবে পালাতে বাধ্য হয়েছে পোষ্য কোটাধারীদেরকেও আমরা বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বো। পোষ্য কোটা সুবিধা বঞ্চিতদের দেওয়ার মতো কিছু না, এটা সরাসরি তেলা মাথায় তেল দেওয়ার একটা আয়োজন। আমরা বিশ্ববিদ্যালয়কে ঠিক করার যে আয়োজন হাতে নিয়েছি সেখানে পোষ্য কোটা নামের কোনো কিছু বিশ্ববিদ্যালয়ে চলবে না। এখানে আপনাকে শিক্ষক হতে হলে মেধার পরিচয় দিয়ে আসতে হবে।'

এ সময় সমাবেশ থেকে আগামীকাল পোষ্য কোটার বিপক্ষে সকল সাধারণ শিক্ষার্থীকে সামজিক যোগাযোগ মাধ্যমে লাল কার্ড প্রদর্শনের আহবান জানানো হয়।উল্লেখ্য, গত ১৪ নভেম্বর পোষ্য কোটা বাতিলের দাবিতে  আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পরে উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙেন তারা। উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীনকে সভাপতি করে ২০ সদস্যের কোটা পর্যালোচনা কমিটি গঠিত হয়। তবে এ কমিটি সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কার্যকরী কোন সিদ্ধান্তে আসতে পারেনি। ৭ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত সময় বেধে দেওয়ার পরও প্রশাসনের সিদ্ধান্ত না আসায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এমএসএম / এমএসএম

গবিতে প্রথমবার সরস্বতী পূজা: আশীর্বাদ প্রার্থনা শিক্ষার্থীদের

সাশ্রয়ী পদ্ধতিতে আলু চাষ- কমবে খরচ, বাড়বে উৎপাদন

নারী পুরোহিত করলেন সরস্বতী পূজা

রাবি হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান 'টিম ঝালমুড়ি'

ইবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষক আহত, আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা

বাঁশ দিয়ে তিতুমীরের সামনের রাস্তা আটকে দিলেন শিক্ষার্থীরা

রাবিতে ৮ম 'আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা' শুরু

তৃতীয় দিনে গড়িয়েছে অনশন, দাবি পূরণে বিকেল ৪টা পর্যন্ত আল্টিমেটাম

জাবি সায়েন্স ক্লাবের নতুন সভাপতি সৌরভ, সম্পাদক মুসা

'ই ইউনিট' পরীক্ষা দিয়ে চার বছর পর জবি নিজস্ব ভর্তি পরীক্ষায় ফিরল

প্রাণিসম্পদ উন্নয়নে গবেষকদের বৈজ্ঞানিক সম্মেলন শুরু শনিবার

জাবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাস আটক; ক্ষতিপূরণ দাবি ছাত্রদলের

বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজও চলছে তিতুমীর শিক্ষার্থীদের অনশন