রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ ১০ দফা দাবি রাবি ছাত্র ইউনিয়নের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও আবাসিক হলের ডাইনিংয়ে ভর্তুকি বাড়িয়ে খাবারের মান বৃদ্ধিসহ ১০ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একটি অংশ। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের কাছে এসব দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন তারা।
তাদের অন্যান্য দাবিগুলো হলো, 'বিশ্ববিদ্যালয়ের ফরম ফিল-আপ, ভর্তি এবং এই সংক্রান্ত পেমেন্ট পদ্ধতি অনলাইন ব্যাংকিং সার্ভিস সহ যাবতীয় অফিসিয়াল কার্যসমূহ সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করতে হবে', 'সেন্ট্রাল লাইব্রেরিতে বই নিয়ে প্রবেশের সুযোগ দিতে হবে, কোর্স রিলেটেড পর্যাপ্ত বই থাকতে হবে এবং সার্বক্ষণিক বিদ্যুৎ ও সু-উচ্চসম্পন্ন ইন্টারনেট ব্যাবস্থা নিশ্চিত করতে হবে', 'বিশ্ববিদ্যালয়ের বাসের শিডিউল বাড়াতে হবে এবং রাতের শিডিউলে বাসের সংখ্যা বাড়াতে হবে', 'গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে', 'বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাচলে প্রশাসনিক নজরদারি বাড়াতে হবে', 'রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিক্যাল আধুনিকায়ন সহ চিকিৎসা সেবা উন্নত করতে হবে', 'ক্যম্পাসে অভ্যন্তরীণ চলাচলে সকল রাস্তায় গতিসীমা নির্দিষ্ট করে দৃশ্যমান সাইনবোর্ড বাড়াতে হবে', 'বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের সুবিধার্থে রিকশা সংখ্যা নির্দিষ্টকরণ করতে হবে এবং এর বাহিরে বহিরাগত সকল প্রকার যান চলাচলে সতর্কবার্তা সহ এই সেক্টরে প্রক্টরিয়াল টিমের মনিটরিং সেল সক্রিয় করতে হবে'।
দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মাসুদ কিবরিয়া বলেন, 'প্রশাসন আমাদের সবগুলো দাবিকেই গুরুত্বপূর্ণ মনে করছেন। এর মধ্যে রাকসুর রোডম্যাপ দেওয়ার সময় অতিবাহিত হয়ে গেছে, এখন যতদ্রুত সম্ভব রোডম্যাপ দেওয়া উচিৎ। আন্দোলন পরবর্তী উপাচার্য আমাদের বলেছিলেন পাঁচ মাসের মধ্যে তিনি রাকসু নির্বাচন দিবেন। অথচ রাকসু নির্বাচনের আগে যে প্রক্রিয়া বা ঝামেলাগুলো আগে থেকে হয়ে আসছে এগুলো নিরসনের জন্য কোনো ধরনের পদক্ষেপ আমরা এখনো দেখতে পাইনি। রাকসু ভবনে এখন প্রায় ৮ থেকে ১০ টা সংগঠন অবস্থান করছে। এই সংগঠনগুলোকে কোথায় স্থানান্তর করা হবে সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি মনে করি প্রশাসন এই ক্ষেত্রে ব্যর্থ। অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, যত দ্রুত সম্ভব রাকসু নির্বাচন দেওয়া উচিৎ।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, 'তারা যে দাবি জানিয়েছে এর প্রত্যেকটি দাবি গুরুত্বপূর্ণ। তারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেছে। শিক্ষার্থীদের হলের আবাসন সমস্যা থেকে শুরু করে নারী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে জোরালো দাবি জানিয়েছে। আমরা এসব বিষয়গুলো নিয়ে আগে থেকেই কাজ করে যাচ্ছি।'
T.A.S / T.A.S

কুমিল্লার চাঞ্চল্যকর আমিনুল হত্যায় জড়িত সজিবকে গ্রেপ্তার করেছে র্যাব-১১

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতা শওকত হোসেন দিদার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারকে প্রেসক্লাবের ত্রুেস্ট প্রদান

সাতক্ষীরায় সাংবাদিকের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা এ্যাড. আব্দুস সালাম খান

জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণ

কুড়িগ্রামে জুলাই শহীদ নুর আলম স্মৃতি দাবা প্রতিযোগিতার চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রাণ ফিরে পেতে চায় পাবনা'র বাদ্যযন্ত্র তৈরির কারিগরেরা

ন্যায় বিচার চেয়ে সাজাপ্রাপ্ত আসামির পরিবারের সংবাদ সম্মেলন

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় জামায়াত ইসলামের নীতি-আদর্শ অপরিহার্য

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু : প্রশাসনের অবহেলাকে দায়ী সচেতন মহলের

ধামরাইয়ে অন্যের জমিতে জবরদখলে রাস্তা নির্মাণের চেষ্টা,বাধা দেওয়ায় মারধরও হত্যাচেষ্টা

সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
