ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ ১০ দফা দাবি রাবি ছাত্র ইউনিয়নের


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ৪:৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও আবাসিক হলের ডাইনিংয়ে ভর্তুকি বাড়িয়ে খাবারের মান বৃদ্ধিসহ ১০ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একটি অংশ। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের কাছে এসব দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন তারা।

তাদের অন্যান্য দাবিগুলো হলো, 'বিশ্ববিদ্যালয়ের ফরম ফিল-আপ, ভর্তি এবং এই সংক্রান্ত পেমেন্ট পদ্ধতি অনলাইন ব্যাংকিং সার্ভিস সহ যাবতীয় অফিসিয়াল কার্যসমূহ সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করতে হবে', 'সেন্ট্রাল লাইব্রেরিতে বই নিয়ে প্রবেশের সুযোগ দিতে হবে, কোর্স রিলেটেড পর্যাপ্ত বই থাকতে হবে এবং সার্বক্ষণিক বিদ্যুৎ ও সু-উচ্চসম্পন্ন ইন্টারনেট ব্যাবস্থা নিশ্চিত করতে হবে', 'বিশ্ববিদ্যালয়ের বাসের শিডিউল বাড়াতে হবে এবং রাতের শিডিউলে বাসের সংখ্যা বাড়াতে হবে', 'গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে', 'বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাচলে প্রশাসনিক নজরদারি বাড়াতে হবে', 'রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিক্যাল আধুনিকায়ন সহ চিকিৎসা সেবা উন্নত করতে হবে', 'ক্যম্পাসে অভ্যন্তরীণ চলাচলে সকল রাস্তায় গতিসীমা নির্দিষ্ট করে দৃশ্যমান সাইনবোর্ড বাড়াতে হবে', 'বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের সুবিধার্থে রিকশা সংখ্যা নির্দিষ্টকরণ করতে হবে এবং এর বাহিরে বহিরাগত সকল প্রকার যান চলাচলে সতর্কবার্তা সহ এই সেক্টরে প্রক্টরিয়াল টিমের মনিটরিং সেল সক্রিয় করতে হবে'। 

দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মাসুদ কিবরিয়া বলেন, 'প্রশাসন আমাদের সবগুলো দাবিকেই গুরুত্বপূর্ণ মনে করছেন। এর মধ্যে রাকসুর রোডম্যাপ দেওয়ার সময় অতিবাহিত হয়ে গেছে, এখন যতদ্রুত সম্ভব রোডম্যাপ দেওয়া উচিৎ। আন্দোলন পরবর্তী উপাচার্য আমাদের বলেছিলেন পাঁচ মাসের মধ্যে তিনি রাকসু নির্বাচন দিবেন। অথচ রাকসু নির্বাচনের আগে যে প্রক্রিয়া বা ঝামেলাগুলো আগে থেকে হয়ে আসছে এগুলো নিরসনের জন্য কোনো ধরনের পদক্ষেপ আমরা এখনো দেখতে পাইনি। রাকসু ভবনে এখন প্রায় ৮ থেকে ১০ টা সংগঠন অবস্থান করছে। এই সংগঠনগুলোকে কোথায় স্থানান্তর করা হবে সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি মনে করি প্রশাসন এই ক্ষেত্রে ব্যর্থ। অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, যত দ্রুত সম্ভব রাকসু নির্বাচন দেওয়া উচিৎ।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, 'তারা যে দাবি জানিয়েছে এর প্রত্যেকটি দাবি গুরুত্বপূর্ণ।  তারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেছে। শিক্ষার্থীদের হলের আবাসন সমস্যা থেকে শুরু করে নারী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে জোরালো দাবি জানিয়েছে। আমরা এসব বিষয়গুলো নিয়ে আগে থেকেই কাজ করে যাচ্ছি।'

T.A.S / T.A.S

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ

পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র

জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা

মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল

এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী

বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা

কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী

রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত

ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি

৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার

সন্দ্বীপে ৫ শতাধিক পরিবারের চলাচলে স্বস্তি