ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

মায়ের কবরের পাশে শুক্রবার এমপি হাসিবুর রহমানের দাফন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২-৯-২০২১ রাত ১১:২

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোরে তুরস্কে চিকিৎসাধীন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য শাহজাদপুর উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান স্বপন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে শাহজাদপুর উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গত ২৯ আগস্ট উন্নত চিকিৎসার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে তুরস্কে নেয়া হয় এবং সেখানে একটি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

আগামীকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে এমপি হাসিবুর রহমান স্বপনের মৃতদেহ তুরস্ক থেকে বাংলাদেশে আসার কথা রয়েছে। সকালে জাতীয় সংসদ ভবন চত্বরে তার জানাজা শেষে জন্মস্থান শাহজাদপুরে নিয়ে স্থানীয় পাইলট মডেল হাই স্কুল মাঠে বাদ জুমা তার দ্বিতীয় জানাজা শেষে দরগাপাড়া মখদুমিয়া কবরস্থানে তার মা হালিমা খাতুনের কবরের পাশে সমাহিত করা হবে।

জাতীয় সংসদে এমপি হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাব পাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃতুতে গভীর শোক জানিয়েছেন। এসময় তিনি এমপি হাসিবুর রহমান স্বপনের কর্মময় জীবনের বিভিন্ন বিষয় উল্লেখ করেন।

এমপি হাসিবুর রহমানের মৃত্যুতে শাহজাদপুর উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ৩ দিনের শোক ঘোষনা করা হয়েছে।
তার মৃত্যুতে শাহজাদপুরের সাবেক সাংসদ চয়ন ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুল হামিদ লাভলু ও উপজেলা বিএনপি’র আহবায়ক ডা. এমএ মুহিত শোক জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৫ আগষ্ট তিনি দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হন এবং ২৬ আগষ্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান স্বপন এমপি শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চতুর্থবারের মতো শাহজাদপুরের এমপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৫৬ সালে জন্ম নেয়া এমপি স্বপন ব্যক্তিগত জীবনের তিন কন্যাসন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ অবস্থার সৃষ্টি হয়। অগণিত মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ছবি পোস্ট করে শোক জানিয়েছেন।

 
 

জামান / জামান

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ