ঢাকা শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

কক্সবাজারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে 'অধিকার'


শাহেদ ফেরদৌস হিরু photo শাহেদ ফেরদৌস হিরু
প্রকাশিত: ১০-১২-২০২৪ বিকাল ৭:১১

মানবাধিকার লঙ্ঘন রুখে দাঁড়াও, অপরাধীদের বিচারের সম্মুখীন কর স্লোগানে কক্সবাজারে র‍্যালী ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে মানবাধিকার সংগঠন 'অধিকার'।  

১০ ডিসেম্বর (মঙ্গলবার) মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত মানববন্ধন ও র‌্যালিতে অংশ নেন গুমের শিকার পরিবারের সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রজনতা ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকাল ১১টায় কক্সবাজারের গুম গাছতল মোড় থেকে র‍্যালী বের হয়ে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালের সামনে একটি মানববন্ধনে যুক্ত হন তারা। 

মানবাধিকার সংগঠন অধিকারের কক্সবাজারের এইচ আর ডি রকিয়ত উল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও মানবাধিকারকর্মী স.ম ইকবাল বাহার চৌধুরী বলেন-বিগত ফ্যাসিস্ট সরকারের সময় মানবাধিকার লঙ্ঘন করে গুম, খুনসহ নানা অপরাধ কর্মকাণ্ড করেছে। সেই কর্মকাণ্ডগুলো অধিকার রিপোর্ট করার কারণে তাদের উপরও জেল জুলুমসহ তাদের কার্যক্রম বাতিল করে দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। তাই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আর কোন মানবাধিকার লঙ্ঘন না হয় এবং যারা মানবাধিকার লঙ্ঘন করেছিল তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা দাবি জানান। 

মানববন্ধনে কর্মসূচিতে অংশ নিয়ে গুমের শিকার মহেশখালী উপজেলার কালারমার ছড়ার বাসিন্দা ভিকটিম আয়ুব আলীর ভাগিনা ইয়াছিন আরাফাত বলেন- আমার মামাকে আইনশৃংখলা বাহিনী ঘর থেকে ধরে ৯দিন গুম করার পর পাহাড় থেকে  অবৈধ অস্ত্র দিয়ে আটক দেখিয়ে ফাঁসিয়েছে। এই মামলা এখনো চালাতে হচ্ছে। আমরা মামলাগুলো প্রত্যাহারসহ যারা এ কাজে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।   

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্যে চট্টগ্রাম জজকোটের্র শিক্ষানবিশ আইনজীবী ও শাপলাপুর আলীম মাদ্রাসার প্রভাষক মানবাধিকারকর্মী বদিউল আলম বলেন -যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে অধিকার পূর্বের মতো মানুষের পাশে দাঁড়াবে- সেই প্রত্যশা করছি। 

কক্সবাজার বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা ছৈয়দ নোমান বলেন-যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে বৈষম্য বিরোধী ছাত্রেরা প্রতিবাদ করবে এবং মানবাধিকার লঙ্ঘন রুখে দেওয়ার জন্য কাজ করবে বলে জানান। 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন - মানবধিকার কর্মী ডলি সুলতানা, সাংবাদিক তারেক আজিজ,আজিম সোলতান, কপিল বিন আমীর, এমরুল এহেসান, ইমরান নাজির, নুরুল ইসলাম, নুর নবী প্রমূখ।

T.A.S / T.A.S

সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ

নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫

‎গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন

ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ

মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালী ও আলোচনা

রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা

চন্দনাইশে এলডিপিতে যোগ দিলেন চেম্বার অব কর্মাসের ভাইচ প্রেসিডেন্ট এম মাহাবুব চৌধুরী

হাতের ইশারায় বাবলাকে চিহ্নিত করে দেয়া ব্যক্তিটা কে ?