প্রচন্ড শীতেও মানবতার দেয়ালে নেই শীতবস্ত্র
মুন্সিগঞ্জ শহর জুড়ে কয়েকটি রাস্তার মোড়ে মোড়ে নির্মিত মানবতার দেয়াল। প্রচন্ড ঠান্ডা ও কনকনে শীতে মানবতার দেয়ালে নেই কোন শীতবস্ত্র। যেন মানবতার দেয়ালের করুনাবস্থা। তবে মানবতার দেয়াল ঘেষে রয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের পোষ্টার। চলছে পৌষ মাস। কিছুদিন পরেই মাঘের দেখা মিলবে। আবহাওয়াও কিছুটা ঘোলাটে, শীতও অনেকটা যেঁকে বসেছে। কিন্তু মানবতার দেয়ালে নেই কোন শীত বস্ত্র। তাহলে মানবতা নামক দেয়ালটি কাদের জন্য।
গত কয়েক দিনে সদরের বিভিন্ন পয়েন্টে নিমির্ত মানবতার দেয়াল ঘুরে দেখা যায় , মানবতার দেয়ালে কোন শীতের পোষাক নেই। তাহলে এ কেমন মানবতা ! সদরের দক্ষিন কোর্টগাও/ লিচুতলা , কোট এরিয়া , দেওভোগ , যোগিনিঘাট , লঞ্চঘাট এলাকায় নির্মিত মানবতার দেয়ালে নেই কোন শীতবস্ত্র। অথচ মানবতার দেয়ালে অসচ্ছল নিম্নবিত্ত , পথশিশু ও সুবিধাবঞ্চিতদের শীতবস্ত্র রাখার কথা ছিল। যা এই সময়টাতে অত্যন্ত বেশি প্রয়োজন ছিল।
এদিকে সুবিধাবঞ্চিতরা শীতবস্ত্রের অভাবে অত্যন্ত কষ্টে রাত্রি যাপন করছেন। শীতকে মানিয়ে নিতে একটি বস্ত্রের আশায় সদরের বিভিন্ন পয়েন্টে নির্মিত মানবতার দেয়ালে তারা ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আর মানবতা থাকলো কই ?
কথা হয় মানবতার দেয়ালের সামনে আসা সুরাইয়া বেগম ( ৫৮) তার সাথে। এখানে কেন এসেছেন জানতে চাইলে তিনি জানান , সন্ধ্যা অইলে অনেক শীত করে । বয়স অইছে এহন তো গায়ে শীত মানে না। তাই এহানে দেহি কোন গরম কাপড় পাই কিনা। গতবছর বেশ কটা বস্ত্র পাইছিলাম। এবার কিছুই নেই। তার মত আরো অনেকে এসে ফিরে যাচ্ছেন।
এদিকে এই শিতে শহরের নামদারি মানবতার দেয়াল নির্মানকারী সমাজসেবকদের কোন পাত্তা নেই। সরকার পালানোর সাথে সাথে তারাও পালিয়েছেন।
তবে দু/একটি মানবতার দেয়ালে বস্ত্র থাকলেও তা অত্যন্ত ময়লাযুক্ত। যা মোটেও ব্যবহার যোগ্য নয়। সুবিধাবঞ্চিত ও অস্বচ্ছল মানুষের সুবিধার জন্য মানবতার দেয়াল নির্মান করে যদি তাদের কোন উপকারেই না আসে তাহলে মানবতার দেয়াল নির্মান করে কি লাভ এমনটাই জানিয়েছেন স্থানীয়রা ।
এ ব্যাপারে কথা হয় মানবতার দেয়াল নির্মান কারি একজনের সাথে।নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান , মানবতার দেয়াল নির্মান কাজটি ভাল হলেও তা নির্মান করে আর কোন খবর কেউ রাখে না। প্রতিনিয়ত নতুন/পুরাতন কাপড়-চোপড় মানবতার দেয়ালে রাখা উচিৎ । অনেকে হয়তো মানবতার দেয়াল সম্পর্কে জানে না , তাদের জানতে হবে এবং আমাদের জানাতে হবে।পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়চোপর রাখলেই ভুক্তভোগিরা তা নিতে আগ্রহ প্রকাশ করবে। এ বিষয়ে সকলকে আন্তরিক মনোভাবাপন্ন হতে হবে।
T.A.S / T.A.S