সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে গোপালগঞ্জে সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে গোপালগঞ্জে সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সম্মেলনের আয়োজন করে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক, হিন্দু-বৈদ্য, খৃষ্ঠান ঐক্য পরিষদ সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।
সম্প্রীতি সম্মেলনে বক্তারা বলেন, কখনোই গোপালগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি। ঈদ, পুজা ও বড়দিন সহ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রীতির মাধ্যমে অনুষ্ঠিত হয়ে আসছে।আগামী ২৫ ডিসেম্বর খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন অনুষ্ঠিত হবে।এসময় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।
T.A.S / T.A.S