শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হল আলফাডাঙ্গা
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার সকাল ৯টা ৩০ মিনিট সময় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, আলফাডাঙ্গা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, ও উপজেলা বিএনপি ও বিভিন্ন পেশার মানুষ ও বিভিন্ন সাংস্কৃতিক নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম রায়হানুর রহমান উক্ত সভায় বক্তব্য দেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, আরো বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান প্রমুখ।এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন ও বিভিন্ন পেশার মানুষ।
এমএসএম / এমএসএম