মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৬ দুর্ঘটনাঃ নিহত ১
ঢাক-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সিংপাড়া আন্ডার পাসের উপর ঘনকুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ৬টি দুর্ঘটনায় ১৩টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক প্রাইভেটকার চালক ফরহাদ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ক্যামেলিয়া সরকার নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় ফরহাদ হোসেনকে (৪০) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত চালক ফরহাদ ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা। তার মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, রোববার সকাল ৭টার দিকে সিংপাড়া আন্ডার পাসের উপর মাওয়ামুখী কাভার্ড ভ্যান একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে একই সময় পেছনে থাকা আরেকটি বাসসহ সাকুরা, এনা ও গোল্ডেন লাইন পরিবহনের ৩টি যাত্রীবাহী পরিবহনের পেছনে পরপর ধাক্কা লাগে। একই সময় গাড়ীতে পুলিশ লেখা আরও একটি মাইক্রোবাস এসে ধাক্কা লাগে।
এসময় নিহত প্রাইভেট কার চালক গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনা স্থলে আসে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে ওই চালককে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় কবলিত যানবাহন গুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার কাজ চলছে বলে জানান ওসি।
তিনি জানান, মধ্যরাত সাড়ে ৩টার দিকে হাসাড়া এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে আরও একটি সংঘর্ষেও ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। মোট এই রাতে ৬টি ঘটনা ঘটে। ৬টি সংঘর্ষে ১৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এমএসএম / এমএসএম