ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

রৌমারীতে আটক ৯টির মধ্যে ১টি জমা না দেওয়ার অভিযোগ বিজিবি’র বিরুদ্ধে


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২২-১২-২০২৪ বিকাল ৫:৩২

চোরাই পথে আসা ভারতীয় ৯টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। গত শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে সীমান্তের ১০৫৩ মেইন পিলার হতে আধাকিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এক বসতবাড়ি থেকে অভিযান চালিয়ে গরুগুলো আটক করে বিজিবি। তবে ৯টি গরুর মধ্যে বিজিবি তার পছন্দের একটি গরু পায়েব করায় এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে।  
 তবে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মো. শামছুল হক বলেন, ওই সীমান্ত থেকে ৮টি গরু বিজিবি কর্তৃক আটকের তথ্য পেয়েছি। গরুগুলোর সিজার মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। আটক আরোও ১ টি গরু প্রসঙ্গে জানতে চাইলে তিনি ৮টি গরুর তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রমের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গয়টাপাড়া সীমান্ত এলাকায়।
বিজিবি, স্থানীয় ও কাস্টমস কর্মকর্তা জানান, আজ সকালে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একদল জোয়ান টহলে ছিলেন। এসময় চোরকারবারিরা ভারতীয় কাঁটাতার পেরিয়ে গরুগুলো নিয়ে আসছিলেন। এসময় বিজিবি ধাওয়া করলে গরুগুলো একটি বসতবাড়িতে রেখে চোরকারবারিরা পালিয়ে যায়। এসময় স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতে ওই বসতবাড়িতে অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু আটক করে বিজিবি। দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্র্ডের সদস্য মিজানুর রহমান বলেন, বিজিবি সকালে আমাকে জানান এক বসতবাড়িতে ভারতীয় গরু রয়েছে, তাই আসতে হবে। পরে ওই বসতবাড়িতে গিয়ে আমিসহ আরোও দুই মেম্বারের উপস্থিতিতে ভারতীয় ৯টি গরু আটক করে ক্যাম্প নেন বিজিবি।
বসতবাড়ি থেকে ভারতীয় ৯টি গরু আটক করলেও ৮টি গরু কাস্টমসে জমা দেয়ার বিষয় জানতে চাইলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. কায়সার আমির বলেন, এ প্রসঙ্গে কথা বলতে চাইলে ক্যাম্পে আসতে বলেন ওই সাংবাদিককে।
রৌমারী শুল্ক গুদাম কর্মকর্তা মো. গোলাম হোসেন, জানান, বিজিবি ৮টি গরু কাস্টমসে জমা দিয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইল-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন লায়ন মো. নুর ইসলাম

চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ প্রার্থী’র মনোনয়নপত্র জমা

কুমিল্লায় হেভিওয়েট প্রার্থীসহ ১১টি আসনে১১৪ টি মনোনয়নপত্র দাখিল

ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল

ঘরে ঘরে ভোটারদের কাছে ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ : মঞ্জুরুল করিম রনি

পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী

গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি

বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক

রংপুর-০২ আসনে এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

রৌমারীতে এই শীতে চরের মানুষের মাঝে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন শেখ মোঃ আব্দুল্লাহ