পাটগ্রামে আদালতের আদেশ ভঙ্গ করে জমির দখলের চেষ্টায় সংবাদ সম্মেলন

লালমনিরহাটের পাটগ্রামে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আদালতের আদেশ ১৪৪ ধারা ভঙ্গ করে জমি জবরদখলের ভিডিও স্মার্ট মোবাইলে ধারণ করার সময় বাড়ীতে ঢুকে ৩জন নারীর উপর হামলা ও বাড়ির আসবাবপত্র ভাংচুরের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মরহুম আফতাব উদ্দিন ও মহিম উদ্দিন ভাইদ্বয়ের ওয়ারিশবর্গ।
মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার জগতের ইউনিয়নের কচুয়ারপাড় এলাকার নিজবাড়ীতে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মরহুম আফতাব উদ্দিন ও মহিম উদ্দিন ভাইদ্বয়ের ওয়ারিশবর্গের পক্ষে সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো.আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বারসহ পরিবারের সদস্যরা।
লিখিত বক্তব্যে মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা ৫ ভাই ও আমাদের চাচা মরহুম মহিম উদ্দিনের নিজনামীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি ওয়ারিশগণের মধ্যে বন্টননামা করার লক্ষ্যে ২০২২ সাল থেকে জরিপ, সার্ভে ও কাগজপত্র পর্যালোচনা করে চুড়ান্তভাবে বন্টননামা শেষ পর্যায়ে গুছিয়ে এনেছি। এছাড়াও ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে ৯৮ শতাংশ জমি দলিলমুলে ১৯৯০ সালের মাঠ জরিপে মো. রফিকুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মো. সফিউল ইসলাম ও ভগ্নিপতি মরহুম আলতাফ হোসেন খন্দকারের নামে বিআরএস রেকর্ডভূক্ত হয়। যার বিআরএস খতিয়ান নম্বর ৫৮০, দাগ ৪১০১ ও ৪১০৩। উক্ত জমি ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে আমরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছি। কিন্তু চলতি ডিসেম্বর মাস থেকে সন্ত্রাসী মাহবুব রহমান নয়ন, রব্বু আলম, মাসুদ রানা, জাহিদুল ইসলামসহ কতিপয় ভাড়াটে সন্ত্রাসী সামসুল আলম ও মুক্তা বেগমের হুকুমে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। পারিবারিকভাবে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে মীমাংসায় ব্যর্থ হই। পরবর্তীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে লালমনিরহাটে বিজ্ঞ আদালতে ফৌজদারী দন্ডবিধির ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করা হয়। যার নম্বর অন্য ৭৮৭/২০২৪। কিন্তু উক্ত চিহ্নিত সন্ত্রাসীরা গত ২১ ডিসেম্বর দিবাগত গভীর রাতে প্রথম দফায় এবং ২৩ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় দফায় আদালতের আদেশ ১৪৪/১৪৫ ধারা ভঙ্গ করে বেআইনীভাবে জবরদখলের চেষ্টা করে। আমার চাচা মরহুম মহিম উদ্দিনের একমাত্র ছেলে বার্ধক্যজনিত শয্যাশায়ী বড় ভাই মো. আকবর উদ্দিনের স্ত্রী মোছা. রাবেয়া আক্তার রেখা মনি, তাঁর জেষ্ঠ্য কন্যা মোছাঃ আঁখি আকবর ও ভাগ্নে বউ মোছাঃ লাকী বেগমকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুগতর জখম করে আহত করে। সন্ত্রাসীদের লাঠির আঘাতে লাকী বেগমের দাঁত ভেঙে যায়। বর্তমানে আহতরা পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
তিলি লিখিত বক্তব্যে আরও বলেন, বিষয়টি স্থানীয় পাটগ্রাম থানা পুলিশকে অবগত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে চিহ্নিত ভাড়াটে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় সন্ত্রাসীদের নাম এজাহারে উল্লেখ করে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী করছি।’
এ বিষয়ে জানতে স্থানীয় সামসুল আলম ও মাহবুব রহমান নয়নের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় কোনো কথা বলা সম্ভব হয়নি।
পাটগ্রাম থানার ওসি মো. আশরাফুজ্জামান সরকার বলেন,খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। স্থিও চিত্র ও ভিডিও দেখে অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়
