ঢাকা সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

ভারত থেকে চোখ রাঙ্গিয়ে বাংলাদেশকে শাসন করার দিন শেষ হয়েছে: জামায়াতের আমির


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৬-১২-২০২৪ দুপুর ১২:১৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, ভারত আমাদের প্রতি বেশি হিসেবে আমরা সম্মান করি। ভারতকেও উচিত আমাদের সম্মান করা। ভারত থেকে চোখ রাঙ্গিয়ে বাংলাদেশকে শাসন করার দিন শেষ হয়েছে। বাংলাদেশের মানুষ বুক চিতিয়ে গুলি করতে বলে( আবু সাঈদ)। এই জাতিকে কেউ ভয় দেখাবেন না।

বাংলাদেশ ভারতকে সব কিছু উজার করে দিয়ে তিনি প্রধানমন্ত্রী না দাসী ছিলেন। তিনি আরো বলেন, আমরা কারোর অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করি না তাই আমাদের ব্যাপারেও কেউ হস্তক্ষেপ করতে আসবে না। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে সেটা ভারতের ব্যাপার। কিন্তু সেখানে বসে অশান্তি সৃষ্টি করবেন না। বাংলাদেশে যারা বসবাস করে তারা কোন ধর্মের সেটা মুখ্য বিষয় নয়। সবাই এদেশের নাগরিক। সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবেন। ধর্মের ভিত্তিতে কোন বিভাজন সৃষ্টি করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে পথ সভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, মানুষের অধিকার নিশ্চিত করতে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আমাদেরকে শপথ নিতে হবে এ পথে হয়তো আমরা বিজয়ী হবো, নতুবা আমাদের জীবন চলে যাবে তবুও এ থেকে আমরা বিচ্যুত হবো না। মানুষের ঘরে ঘরে আল্লাহ দ্বীনের দাওয়াত ও জামায়াতের আহ্বান পৌঁছে দিতে হবে। জামায়াতে ইসলামীর জনশক্তিকে নিজেদের পরিবার, প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের হক আদায় করতে হবে।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি গুরুত্বপূর্ণ শক্তি বা ফ্যাক্টর হলেও জামায়াত যে আদর্শকে ধারণ করে তা বাস্তবায়নের জন্য জামায়াতের জনশক্তিদের টার্গেট ভিত্তিক ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে। প্রত্যেক জনশক্তিকে মানবসম্পদে পরিণত করে রাষ্ট্রের সকল সেক্টরে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে।

কেন্দ্রীয় মজলিশের সুরা ও জেলা আমীর মাওলানা ইমরান হুসাইন বলেন,মানব জীবনে সফলতার জন্য বাইয়াতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বাইয়াত বিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। রুকনরাই এই সংগঠনের প্রাণ। একজন রুকন হিসেবে আমাদের পরিপূর্ণভাবে আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করতে হবে, বিনয়ের সাথে পথ চলতে হবে, আমিত্ব পরিত্যাগ করতে হবে। ইকামাতে দ্বীনের কাজ একটি ফরজ ইবাদত। ইকামাতে দ্বীনের কাজকে আঞ্জাম দেওয়ার জন্য জামায়াতের সদস্যদের (রুকন) তাদের কৃত শপথের আলোকে জীবন পরিচালনা করতে হবে।

পাইকগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াত নেতা মাওঃ গোলাম সারওয়ার, মুন্সী মিজানুর রহমান,এড মোস্তাফিজুর রহমান, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, মাওঃ আমিনুল ইসলাম ,কাজী তামজীদ আলম,এড আব্দুল মজিদ, মোঃ আলতাফ হোসেন, অধ্যক্ষ মাও কবিরুল ইসলাম প্রমুখ।

T.A.S / T.A.S

কুড়িপাড়া ভূমি অফিস সেবা গ্রহিতার আতঙ্কের নাম ওমেদার দিয়ে চলে ঘুষ বানিজ্য

পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার

নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ

কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান

রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান

তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা

শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে