ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

খুলনার সিআইডি কর্মকর্তা অমিতাভ ও মামলাবাজ পঙ্কজের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৮-১২-২০২৪ দুপুর ৩:২৫

খুলনা জেলা সি আই ডি কর্মকর্তা এস আই অমিতাভ সন্যাসীর দুর্নীতি ও মামলাবাজ পঙ্কজ কর্মকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পঙ্কজ কর্মকারের ভাতিজা পলাশ কর্মকার। শনিবার সকাল ১০ টায় উত্তর সলুয়া গ্রামে তার নিজস্ব বাস ভবনে সাংবাদিক, গ্রামবাসী, পাড়াপতিবেশী, জনপ্রতিনধিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে পলাশ কর্মকার বলেন, ১৯৯৫ সালে কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির এর নিজস্ব দোকানঘর ভাড়া দেওয়ার ঘোষণা দেওয়া হলে শর্তানুযায়ী নগদ এক কালীন পঞ্চাশ হাজার টাকা স্কুলকে দিলে আমার ঠাকুর দাদা গোষ্ঠ বিহারী কর্মকারের নামে পঞ্চাশ টাকার ননজুডিশিয়াল স্টাম্পে লিখিতভাবে স্কুল কর্তৃপক্ষ ১০/১২/৯৫ সালে ২৯ নং দোকান ঘরটি বরাদ্দ দেয়। পরবর্তীতে আমার ঠাকুরদাদা ১৬/০৯/৯৯ তারিখে আমার পিতা সুকুমার চন্দ্র কর্মকারকে ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্টাম্পে লিখিত ভাবে দোকান ঘরটি হস্তান্তর করেন। আমার ঠাকুর দাদা আমার বাবাকে দোকান ঘরটি হস্তান্তর করার পর ঠাকুর দাদা ১৭ বছর জীবিত ছিলেন। তাঁর জীবদ্দশায় আমার কাকা পঙ্কজ কর্মকার উক্ত দোকান ঘরের কোন মালিকানা বা অংশীদারিত্বের দাবী করেন নি। এমনকি দোকান ঘরটি ভাড়া নেওয়ার আগে জামানতের পঞ্চাশ হাজার টাকা আমার বাবার দেওয়া ছিল এ বিষয়টি আমার ঠাকুর দাদা বহুবার পঙ্কজ কর্মকারকে জানিয়েছিলেন।

শুধু পঙ্কজ কর্মকার নয়, বিষয়টি আমাদের পরিবার, আতœীয় স্বজন ও পাড়া প্রতিবেশিরা জানেন। তিনি আরও বলেন, আমার ঠাকুর দাদা গোষ্ঠ বিহারী কর্মকার ১/১/২০১৬ সালে মৃত্যুর পর আমাদের পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে আমার কাকা পঙ্কজ কর্মকারের সাথে আমার বাবার বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে পঙ্কজ কর্মকার হঠাৎ উক্ত দোকান ঘরের অর্ধেক মালিকানা দাবী করে কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক বরাবর লিখিত আবেদন করেন। এর প্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ ম্যানিজিং কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শুনানী ও তদন্ত করে ১০/০৮/২২ তারিখে আমার বাবার মালিকনার বৈধতার প্রতিবেদন প্রদান করে। পরবর্তীতে একই দাবীতে পঙ্কজ কর্মকার স্কুলের সভাপতি জেলা প্রশাসক খুলনা বরাবর লিখিত আবেদন করেন। আবেদনটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করতে জেলা প্রশাসক মহোদয় পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। তৎকালীণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম তাঁর দপ্তরে দীর্ঘ শুনানী ও তদন্ত শেষে দোকান ঘরটির সম্পূর্ণ ও একক মালিকানা হিসাবে আমার বাবা সুকুমার চন্দ্র কর্মকারের পক্ষে ৩১/০৮/২২ ইং তারিখে রায় দেন। 

লিখিত বক্তব্যে পলাশ কর্মকার আরও বলেন, পঙ্কজ কর্মকার উদ্দেশ্যমূলক ভাবে আমাদের হয়রানী ও নাজেহাল করার লক্ষ্যে আমার ঠাকুর দাদার স্বাক্ষর জাল করার মিথ্যা অভিযোগ এনে আমার বাবাসহ ২ জন নিরীহ স্বাক্ষীকে বিবাদী করে ৩০/১১/২২ তারিখে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং সি আর ১৩২৩/২২। এ মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে খুলনা মেট্রো এন্ড জেলা সিআইডি’র উপ পুলিশ পরিদর্শক (নিঃ) অমিতাভ সন্যাসী (বিপি ৯১১৯২২৩১৯৫) দায়িত্ব প্রাপ্ত হন। একদিন উক্ত তদন্তকারী কর্মকর্তা এস আই অমিতাভ সন্যাসী কপিলমুনিস্থ আমার ব্যবসা প্রতিষ্ঠান বাসন্তী জুয়েলার্সে এসে তার নিজের পরিচয় দিয়ে আমার বাবার বিরুদ্ধে করা মামলাটির বিষয়ে কথা বার্তা বলেন। এভাবে বিভিন্ন সময়ে ৩ বার তিনি আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। গত ১৪/১১/২৩ ইং তারিখে এস আই অমিতাভ সন্যাসী আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে বলেন যে, আমাকে ৫০ হাজার টাকা দিলে তদন্ত রিপোর্ট আপনার বাবার পক্ষে দেওয়া হবে অন্যথায় এ মামলায় আপনার বাবাসহ ২জন বিবাদী নিশ্চিত সাজা ভোগ করবে বলে নানা রকম ভীতিকর কথা বলেন। আমাদের সামাজিক, পারিবারিক, ব্যবসায়িক সুনাম রক্ষার্থে এবং হয়রানীর হাত থেকে রেহাই পেতে আমি এস আই অমিতাভ সন্যাসীকে নগদ ৪৫ হাজার টাকা প্রদান করি। টাকা দেওয়া সময় আমার জুয়েলার্সের কর্মচারী তালা থানার গোনালী গ্রামের মধুসূদন আঢ্য’র ছেলে মেঘনাথ আঢ্য ও তালা থানার ঘোনা গ্রামের মৃত চিত্তরঞ্জন সরকারের ছেলে জুয়েলারী ব্যবসায়ী প্রদীপ সরকার উপস্থিত ছিলেন। ওই টাকাগুলো দেওয়ার কিছু দিন পর এস আই অমিতাভ সন্যাসী আরো ৩০ হাজার টাকা দাবী করলে আমি দিতে রাজি না হওয়ায় সংক্ষুব্ধ হয়ে এস আই অমিতাভ সন্যাসী এ মামলায় মিথ্যা মনগড়া ও পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন।

যার ফলশ্রুতিতে ২১/১১/২৪ তারিখে আমার বাবাসহ বিবাদী নিরীহ ডাঃ গোপাল চন্দ্র দাশ গ্রেফতার হয়ে হাজত বাস করছেন। তবে ডাঃ গোপাল চন্দ্র দাশ ১৮/১২/২৪ জামিনে মুক্তি পেয়েছেন। এ মামলায় অন্য বিবাদী নিরীহ অর্জুন মন্ডল গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। অদ্ভুত ব্যাপার হলো, পঙ্কজ কর্মকারের স্বাক্ষর জালের অভিযোগটি চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্রে পর্যাপ্ত উপকরণ খুলনা বিভাগীয় ফরেনসিক ল্যাবে সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় ফরেনসিক ল্যাব কর্তৃক তদন্ত কর্মকর্তা এস আই অমিতাভ সন্যাসীর দেয়া দলিলপত্রাদি তাকে ফেরৎ দেন। কিন্তু ফরেনসিক বিভাগের এ বিষয়টি তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে উল্লেখ করেন নাই। এমনকি আমার বাবার পক্ষে আসা স্কুল কর্তৃপক্ষের প্রতিবেদন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার রায়ের বিষয়টিও তিনি তার প্রতিবেদনে উল্লেখ করেন নি।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, উক্ত ঘুষখোর এস আই অমিতাভ সন্যাসীর সাথে পঙ্কজ কর্মকারের রয়েছে গভীর সখ্যতা। ওই অফিসারকে দিয়ে পঙ্কজ কর্মকার আমাদেরকে নানাভাবে ক্ষতি ও হয়রানী করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ০২/০৬/২৪ তারিখে রামপ্রসাদ কর্মকার আমার ও আমার বাবার নামে পাইকগাছা থানায় একটি মিথ্যা জিডি করেছে। নানান অপকর্মের হোতা পঙ্কজ কর্মকার ও তার ছেলে রামপ্রসাদ কর্মকার মিথ্যা মামলা ও জিডি করে ক্ষ্যান্ত হয়নি, তারা আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। তাদের অব্যাহত হুমকিতে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তহীনতায় ভূগছি।

ঘটনাটি তদন্ত পূর্বক ওই দুর্নীতিবাজ সিআইডি’র এস আই অমিতাভ সন্যাসীর ঘুষ, দূর্নীতি, পক্ষপাতিত্ব ও স্বেচ্ছাচারিতার জন্য তিনি সিআইডির এডিশনাল আইজিপি ঢাকা ও সিআইডির জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এবিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত সিআইডি’র এস আই অমিতাভ সন্যাসী জানান, সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি তদন্ত করে যেটা পেয়েছি সেটা দিয়েছি।

T.A.S / T.A.S

রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ‌্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১

৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ: পলাতক বাবা গ্রেপ্তার

বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- উদ্বোধন

লাগারে লাগা ধান লাগা' স্লোগানে সুনামগঞ্জ-৪ আসন উত্তাল

ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে সাড়ে চার হাজার কৃষকের হাতে পৌঁছাল প্রণোদনার বীজ–সার

মুকসুদপুরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানে ৪১ হাজার টাকা জরিমানা