অনিয়মের অভিযোগে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি ছাত্রজনতার মিষ্টি বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খাঁন এর সরকারি বিভিন্ন কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও রায়পুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যানদের কে এখনও বহালতবিয়তে রাখা এবং আওয়ামী দোসরদের গোপন সহায়তার অভিযোগ তুলে তার অপসারণ চেয়ে গত ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা ডিসি অফিসের সামনে সাধারণ ছাত্রজনতার মানববন্ধনের পর সেই ইমরান খাঁন-কে বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম সংস্হাপন শাখার এক অফিস আদেশে তাকে বান্দরবান বদলি করা হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) ওই অফিস আদেশে স্বাক্ষর করেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের (চট্টগ্রাম )অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা । পরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় যার নম্বর ০৫.৪২.০০০০.০১৪.১৯.০১৭.২৩.১০৪৫।
এ খবর রায়পুরে ছড়িয়ে পড়লে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খাঁন এর বদলি ফেরাতে টানা তিন ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছে রায়পুর উপজেলার সাধারণ ছাত্র-জনতা নামে একটি সুবিধাভোগী মহল। তথ্য সংগ্রহকালে জানা যায়, ৫ ই আগষ্টের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খাঁন এর কাছ থেকে সুবিধাভোগী কয়েকজন রোববার (২৯ ডিসেম্বর) বেলা এগারোটায় রায়পুর মার্চেন্ট একাডেমি ও রায়পুর বালিকা বিদ্যালয়ের কয়েকজন ছাত্র -ছাত্রীকে ভুলভাল বুঝিয়ে শহীদ ওসমান চত্বরে ডেকে এনে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে রায়পুর শহরের শহীদ ওসমান চত্বর এলাকায় এই অবরোধ সমাবেশটি সৃষ্টি করে দীর্ঘ তিন কিলোমিটার যানজটের।
এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা তৎক্ষনাৎ রায়পুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে জানান, "সাধারণ ছাত্র-জনতার ব্যানারে কারা এই অবরোধ সমাবেশ করেছে সে বিষয়ে আমরা অবগত নই। তবে যারা এই অবরোধের নামে যানজট সৃষ্টি করে জনদুর্ভোগ করছে আমরা তাদেরকে তীব্র নিন্দা জানাই। অবরোধকারীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্রজনতার কোন সম্পর্ক নেই।"
সংবাদ সংগ্রহকালে আরও জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খাঁন স্ব-কর্মস্থলে বহাল থাকতে নিজেই সুবিধাভোগী কয়েকজনকে দিয়ে এই অবরোধ কর্মসূচি পালন করিয়েছেন।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খাঁন মুঠোফোনে বলেন, " আমি একজন সরকারি প্রজাতন্ত্রের কর্মকর্তা। আমার বদলি হওয়াটাই স্বাভাবিক। এতে কাউকে দিয়ে আন্দোলন করে আমাকে থাকতে হবে কেন? কোন আন্দোলন বদলির আদেশ প্রত্যাহার করতে পারে না। তবে কেউ যদি আমাকে ভালোবেসে এমনটা করে থাকে তা আমি জানিনা। সড়ক অবরোধ করে জনগণের দুর্ভোগ যাতে না হয় আমি তার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
আন্দোলন চালাকালীন সময়ের ১২টা ৫০ মিনিটে হাজির হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান অবরোধকারীদেরকে রাস্তা থেকে সড়ে যেতে বলেন। তাতেও তারা না গেলে ঘটনা স্থলে সেনাবাহিনী এসে তাদেরকে সড়িয়ে দেন।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, "তিন কিলোমিটার যানজটের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানকে পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে প্রশাসন। অবরোধ কর্মসূচিটি আসলে কারা করেছে সেটিও খতিয়ে দেখা হবে।"
একইদিন সন্ধ্যায় সাড়ে সাত টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খাঁন এর বদলির খুশিতে রায়পুর পৌর শহরে মিষ্টি বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্রজনতা।
উল্লেখ্য যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খাঁন কে সড়িয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মোহাম্মদ আশরাফুল হক কে পদায়ন করা হয়েছে।
T.A.S / T.A.S

তারেক রহমানের সহযোগিতায় সুস্থ জীবনের পথে বারহাট্টার রাতুল

কালীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বালাগঞ্জে বিএনপি-আ'লীগ একাট্টা হয়ে খেলার মাঠ দখল করে চাষাবাদ

কেশবপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি

তারাগঞ্জে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুমারখালীতে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার

সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

পানি সংকটে অতিষ্ঠ পৌরবাসী ; নিরাপদ পানি সরবরাহের দাবি

পাথারিয়া চা বাগানে লুকানো ‘বেকি লেক’: বড়লেখায় পর্যটনে অপার সম্ভাবনা

কালীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) জশনে জুলুছ উপলক্ষে খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

সুবর্ণচরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
