ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

রায়পুরে এসিসিয়েটর ব্রিকস ফিল্ডের হুমকিতে মহাসড়ক


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ২-১-২০২৫ দুপুর ১:১৪

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পাটোয়ারী রাস্তার মাথা টু চরবংশী মহাসড়ক খানাখন্দ করে ফসলি জমির মাটি কেটে  নিয়ে ও শিশু শ্রমিক দিয়ে রায়পুর এসিসিয়েটর ব্রিকস ফিল্ডে চলছে ইটভাটার কাজ। 
রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের স্টিল ব্রিজ সংলগ্ন রায়পুর এসিসিয়েটর ব্রিকস ফিল্ডে গত ১ জানুয়ারি ( বুধবার)  দুপুরে কয়েকজন গণমাধ্যম কর্মী সরজমিন গিয়ে দেখতে পান, ব্রিকস ফিল্ডের সামনে রায়পুর টু চরবংশী মহাসড়ক দিয়ে  রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় আনা হচ্ছে।  এতে ঐ আসপাশের অন্যসব ফসলি জমি হুমকির মুখে পড়ছে এবং  মহাসড়কের অন্তত দুই কিলোমিটার রাস্তা খানাখন্দে পরিনত হয়েছে।  স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায় এভাবে ইটভাটায় প্রতিবছর ফসলি জমির মাটি কেটে নেওয়ায় প্রতিবছরই ঐ সড়কটি বেহাল দশায় পরিণত হয়ে  জনদুর্ভোগ ও সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বর্ষার দিনে সামান্য বৃষ্টি হলেই সড়কটি কর্দমাক্ত হয়ে পিচ্ছিল হওয়ায় ভয়ংকর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকশা।  ফলে দুর্ঘটনা এড়াতে প্রতিবছরই ঐ সড়কটি খানাখন্দ হওয়ায় সরকারি বরাদ্দে কাজ করে সরকারের কোটি কোটি টাকা ব্যায় করা হচ্ছে।  তথ্যসূত্র থেকে আরও জানা যায় আওমী দোসর সাবেক উপজেলা চেয়ারম্যান ও  সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং সাবেক স্থানীয় চেয়ারম্যান শফিক পাঠানের সহায়তায় এভাবে দানবীয় ট্রাক ও ট্রলি দিয়ে ফসলি জমির মাটি কেটে সড়ক থেকে মাটি নেওয়া হয় বলে প্রতিবাদ করার দুঃসাহস হয়নি কারো।  ৫ আগষ্টের পর আওমী দোসররা পালালেও একইভাবে বেপরোয়া গতিতে চলছে মহাসড়ক দিয়ে ফসলি জমির মাটি কেটে নেওয়ার হিরিক। শুধু এখানেই শেষ নয়, পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করে কয়লার সঙ্গে কাজো বাদামের খোসা,  পলিথিন সহ নানাধরণের জ্বালানির সঙ্গে পরিবেশ ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে পোড়ানো হচ্ছে ইট।  যার কালো দোয়ায় বিষাক্ত হচ্ছে এলাকার পরিবেশ। 
এছাড়া সংবাদ সংগ্রহকালে দেখা যায় লেবারকোর্ট আইন অমান্য করে কয়েকজন শিশু শ্রমিক যাদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে তাদেরকে দিয়ে অক্লান্ত পরিশ্রম করাচ্ছেন ইটভাটার কর্তৃপক্ষ।  শিশু শ্রমিকরা বলেন,  আমরা ছয় মাসের চুক্তিতে কাজে আসছি। ছয়মাসের জন্য কাউকে ৩০ হাজার,  কারো বা ৩৫ হাজার কাউকে বা ৫৫ হাজার টাকা দেওয়া হবে। 

এবিষয়ে জানতে চাইলে মুঠোফোনে ইটভাটার মালিক খোরশেদ আলম ও ইটভাটার পরিচালক  ফিরোজ আলম বলেন,  আমরা কী করছি তা দেখার আপনি কে? আমাদের কাছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে, সে অনুযায়ী আমরা কাজ করছি।  মহাসড়ক দিয়ে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অনুমতিও আমরা যেখান থেকে নিতে হয় সেখান থেকে নিয়েছে।  ইটভাটায় কয়লা ছাড়া আমরা আর কিছু পোড়াচ্ছি না। যা দেখছেন তা পোড়ানো হচ্ছে আগুন জ্বালাতে। আর শিশু শ্রমিক আমাদের লেবার না। শিশু শ্রমিকরা আমাদের মাঝি তথা সরদার ইউসুপের লেবার।  ইউসুফের সঙ্গে আমাদের কনট্যাক্ট হয়েছে সে আমাদেরকে ২২ জন শ্রমিক দিবে বিনিময় তাকে ২৮ বা ২৯ লক্ষ টাকা দিবো এখন সে মহিলা দিক আর শিশু শ্রমিক দিক সেটা ইউসুফের ব্যাপার। আপনারা  গিয়ে লিখেন,  যা মনে চায় তা করেন।  কিছু করতে পারলে করেন। শিশু শ্রমিকদের গ্রেফতার করে নিয়ে যান। "

এবিষয়ে লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান মুঠোফোনে বলেন,  " কয়লা ছাড়া অন্য কিছু ব্যবহার করার কোন অনুমতি দেওয়া হয়নি।  বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্তা নেওয়া হবে।

ফসলি জমির মাটি কাটার বিষয়ে রায়পুর সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান বলেন,  "বিষয়টি আপনাদের থেকে মাত্র জেনেছি শীঘ্র ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ

‎সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ

চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি

কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার

মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ

পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ

তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি

বড়লেখায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার

জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা

ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ