ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

শওকত ওসমান: বৈষম্যবিরোধী এবং মানবতার আলোকবর্তিকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১-২০২৫ রাত ১০:৫২

কথাশিল্পী শওকত ওসমান ছিলেন অসাম্প্রদায়িক, যুক্তিবাদী, এবং শোষিত মানুষের মুক্তির প্রতীক। তাঁর সাহিত্য আধুনিকতা, ইতিহাস-সচেতনতা, এবং মানবমুক্তির বার্তা বহন করে।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে শওকত ওসমানের ১০৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। শওকত ওসমান স্মৃতি পরিষদের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে কথাশিল্পী শওকত ওসমানের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আলোচনায় সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেম ফজলুল হক বলেন, “চল্লিশের দশকে যে কয়েকজন তরুণ লেখক কথা ও কবিতায় আধুনিকতা এনেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শওকত ওসমান। তাঁর লেখালেখিতে ইতিহাস-সচেতনতা ও বাস্তবতার তীক্ষ্ণ উপস্থিতি ছিল।”

পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. দিপু সিদ্দিকী বলেন, “শওকত ওসমান সত্যিকারের বিপ্লবী ও বিদ্রোহী লেখক ছিলেন। বৈষম্যের বিরুদ্ধে তিনি শুধু কলমেই নয়, সভা-সেমিনারে বক্তৃতার মাধ্যমেও লড়াই করেছেন। তাঁর রম্য রচনাগুলো সাহিত্যকে সমৃদ্ধ করেছে।” তিনি বাংলা একাডেমিকে শওকত ওসমানের পূর্ণাঙ্গ রচনাবলী প্রকাশের আহ্বান জানান এবং ঢাকার একটি প্রধান সড়কে তাঁর নামে নামকরণ করার দাবি করেন।

শওকত ওসমানের কনিষ্ঠ পুত্র তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “আমার পিতার সততা, প্রজ্ঞা, এবং আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হতে পারে। তাঁর জীবনদর্শন থেকে শিরদাঁড়া সোজা রেখে চলার শক্তি নেওয়া উচিত।”

কথাশিল্পী ও সাবেক সচিব ড. মোহাম্মদ আলী বলেন, “শওকত ওসমান ছিলেন সব্যসাচী লেখক। সাহিত্যের পাশাপাশি তিনি দৈনন্দিন কলামে সাহসী সত্য প্রকাশ করতেন।”

সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমদ বলেন, “শওকত ওসমানের রচনায় শোষিত মানুষের মুক্তির কথা স্পষ্ট হয়ে ওঠে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যমকর্মী ও ব্যাংক কর্মকর্তা মেরিন নাজনীন।

এমএসএম / এমএসএম

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক