সংবাদ সম্মেলনে অভিযোগ
‘অবৈধভাবে’ চাঁদনী চক বিজনেস ফোরামের কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ
সমাজ সেবা অধিদফতর অবৈধভাবে চাঁদনী চক বিজনেস ফোরাম’র কমিটি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেয়ার অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। সাবেক মেয়র তাপসের ক্যাডার ই¯্রাইল ওরফে ইজরাইল সংগঠনের সদস্য পদ হারানো ব্যক্তির কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে সমাজ সেবা অধিদফতরের কিছু কর্মকর্তা অসত্য তদন্ত প্রতিবেদন তেরি করে এই প্রশাসক নিয়োগ দিয়েছে। কিন্তু আইন অনুযায়ী সমাজ সেবা অধিদফতর এভাবে কমিটি ভেঙে দিয়ে প্রশাসক বসাতে পারে না বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
রোববার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন চাঁদনী চক বিজনেস ফোরাম’র সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন হাওলাদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন রোমান। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম শেখ, কোষাধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক রিপন, সহ কোষাধ্যক্ষ আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক চিশতী, দপ্তর সম্পাদক জামাল আহমেম্মদ মাসুম প্রমুখ।
সংবাদ সম্মেলনে চাঁদনী চক বিজনেস ফোরামের সভাপতি নিজাম উদ্দিন বলেন, ২০১৭ সালে চাঁদনী চক বিজনেস ফোরামের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৭ সাল থেকে পর পর তিনবার নির্বাচিত হয়ে আমরা মার্কেটের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের একটা প্রতিপক্ষ আছে, যে প্রতপক্ষ কখনো নির্বাচনে আমাদের সঙ্গে পারে না। না পারার কারণে তারা সব সময় কিছু বহিরাগত লোকজন এনে মার্কেটে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করে। গত ২০২৩ সালের ২৫ জুলাই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আমাদের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি পাশ করে। তখন প্রতপক্ষ সেই ফলাফল মেনে নেয়। কিন্তু সরকারের পট পরিবর্তনের পর হঠাৎ করে সমাজ সেবা অধিদফতর অন্যায়ভাবে আমাদের কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে। আমাদের কমিটির মেয়াদ ২০২৬ সালের ২৫ জুলাই পর্যন্ত।
তিনি আরও বলেন, সমাজ সেবা অধিদফতর) মনগড়া একটি প্রতিবেদন তৈরি করে আমাদের কোনো ধরনের নোটিশ না দিয়েই কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়। এটা করা হয়েছে আইন বহিরভূতভাবে। আমাদের ভোটার ৬০০ এর মতো, এর মধ্যে ৪০৯ জন সদস্য লিখিতভাবে দিয়েছে আমরা প্রশাসক চায় না, নির্বাচিত কমিটি দ্বারা মার্কেট পরিচালিত হোক সেটাই চায়। এ কারণে প্রশাসক-কে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়নি। বিষয়টি এখন উচ্চ আদালতে চলে গেছে। আদালতের কাছে আমরা ন্যায্য বিচার চায়। সমাজ কল্যাণ অবৈধভাবে আমাদের কমিটি ভেঙে দিয়েছে। এটা যেন প্রত্যাহার করা হয়, সেটাই আমাদের দাবি।
নিজাম উদ্দিন অভিযোগ করে বলেন, নির্বাচনে সভাপতি পদে পরাজিত হওয়া একজন দীর্ঘদিন ধরেই মার্কেটে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা করছেন। অনৈতিক কাজে জড়িত থাকায় চাঁদনী চক বিজনেস ফোরাম থেকে তার সদস্য পদ স্থগিতও করা হয়েছে। কিন্তু সরকারের পট পরিবর্তন হওয়ার পর তার সুযোগ নিয়ে সদস্য পদ স্থগিত হওয়া ওই ব্যক্তি সমাজ কল্যাণের কিছু কর্মকর্তাকে অনৈতিক সুবিধা দিয়ে অসত্য তদন্ত প্রতিবেদন তৈরি করেছে। তার ভিত্তিতেই পুরো কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
কিসের ভিত্তিতে আপনারা বলছেন সমাজ কল্যাণ অবৈধভাবে আপনাদের কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ দিয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সমাজ কল্যাণের একটা আইন আছে। সেই আইন অনুযায়ী, তারা কমিটি ভেঙে প্রশাসক বসাতে পারেন না। তাছাড়া আমাদের সংগঠনের সদস্য পদ হারানো একজন সমাজ কল্যাণের কাছে আবেদন করেন তার সদস্যপদ বহাল রাখার জন্য। কিন্তু সমাজ কল্যাণ তার সদস্য পদ বহাল রাখার জন্য আমাদের কিছু না বলেই, পুরো কমিটি ভেঙে দিয়েছে। এটা তো সমাজ কল্যাণ করতে পারে না। চাঁদনী চকে প্রায় ৬০০ দোকান মালিকের শত কোটি টাকার বিনিয়োগ রয়েছে। ৫-১০ জন দোকান মালিকের সহায়তায় সমাজ কল্যাণের এক-দুইজন কর্মকর্তার মাধ্যমে অসত্য তদন্তেদর ভিত্তিতে নির্বাচীত কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের এই ধংসের খেলা বন্ধ করার দাবি জানান ব্যবসায়ীরা।
এমএসএম / এমএসএম
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা