ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

”শিশু শ্রম নিরসন প্রকল্পের ব্যর্থতা ও দুর্নীতির নিরপেক্ষ মূল্যায়ন দরকার”


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১-২০২৫ রাত ৯:২৬

শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেছেন, শিশু শ্রম নিরসন প্রকল্পের ব্যর্থতা ও দুর্নীতির নিরপেক্ষ ও গভীর মূল্যায়ন করা দরকার। তিনি জেলে সম্প্রদায়ের মানুষের শ্রম অধিকার ও কল্যাণ সুরক্ষায় তাদের শ্রমের মর্যাদা,স্বীকৃতি সবার আগে দরকার বলে উল্লেখ করেন। বুধবার খুলনার বিভিন্ন মানবাধিকার সংগঠন সমূহের প্রতিনিধিগণের সাথে শ্রম সংস্কার কমিশনের একটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন জেলে সম্প্রদায়ের কর্মঘণ্টা, মজুরি, বীমা, কাজের নিরাপত্তা, চিকিৎসা ও পেশাগত দুর্ঘটনার ক্ষতিপূরণ নিশ্চিত করা ও সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের দাবিকে জোরালো সমর্থন জানান। এছাড়াও তিনি শ্রম খাতের কাঠামোগত, পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি প্রভাবশালী, দালালি বা এজেন্সি এবং ভি আই পি কালচার সমূলে নিপাত করা খুব জরুরি বলে উল্লেখ করেন। 
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক জাকির হোসাইন, রাজেকুজ্জামান রতন, এডভোকেট এ কে এম নাসিম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস বলেন, শ্রমিক অধিকার একটি মানবাধিকার হওয়ায় সকলের এই অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা জরুরি। আইনে শিশু শ্রম নিষিদ্ধ করার পরও অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন কারণে তা নিরসন করা যাচ্ছে না। এজন্য শিক্ষাকে মৌলিক চাহিদা থেকে মৌলিক অধিকারে রুপান্তর করা জরুরি।
সভায় শুটকি শিল্প, চিংড়ি ঘেরে নিয়োজিত শ্রমিকের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার, নিরাপদ কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি, নারী শ্রমিকের মজুরি বৈষম্য নিরসন, নিরাপদ ও পৃথক টয়লেট, যৌন হয়রানি মুক্ত কর্মস্থল, নিরাপদ পানিসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। শোভন কাজের ক্ষেত্রে আউটসোর্সিং এক মারাত্মক হুমকি বলে অংশগ্রহণকারী গণ উল্লেখ করেন। অনেক শিল্পের ও কাজের শ্রমিক ন্যূনতম শ্রম আইনের সুরক্ষা থেকে বঞ্চিত থাকায় তাদের ইউনিয়ন করার অধিকার দরকার। এজন্য সবাইকে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় অক্সফ্যাম, ইউসেপ, সলিডারিটি সেন্টার, ব্লাস্ট, কর্মজীবী নারী, জাগো নারী, রুপায়ন ইত্যাদি শ্রমিক অধিকার ও মানবাধিকার সংগঠনসমূহ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক