ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মারুকা ইউনিয়ন বিএনপির নতুন কমিটির মহসিন উদ্দিন গাজীর বলিষ্ঠ নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ২:১২

দাউদকান্দির ১০ নং মারুকা ইউনিয়ন বিএনপি নতুন নেতৃত্বের মাধ্যমে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। দীর্ঘদিনের আন্দোলনমুখী ও ত্যাগী নেতাকর্মীদের স্বীকৃতি দিতে এবং দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, যারা গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন, জেল-জুলুম, মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছেন এবং যারা শিক্ষিত, সাহসী ও সমাজে গ্রহণযোগ্য, তাদের অন্তর্ভুক্ত করে এই কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। নতুন কমিটিতে বিতর্কিত ব্যক্তি, চাঁদাবাজ এবং আওয়ামী লীগের সহযোগীদের প্রবেশ কঠোরভাবে প্রতিরোধ করা হয়েছে।

গত ১৮ ডিসেম্বর ২০২৪ ইং দাউদকান্দির ১০ নং মারুকা ইউনিয়ন বিএনপি'র জাহাঙ্গীর আলম মিয়াজীকে আহবায়ক, সাইফুল ইসলাম পাটোয়ারীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ মহসিন উদ্দিন গাজীকে যুগ্ম আহ্বায়ক, মনির হোসেন মেম্বার সদস্য সচিব ও মোঃ বিল্লাল বেপারীকে সদস্য করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। সেই সাথে দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে শর্ত জুড়ে দেয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, যাদেরকে নিয়ে নতুন কমিটি করা হয়েছে তাদের প্রত্যেকেরই দলের মধ্যে  যেমন বেশ জনপ্রিয়তা রয়েছে সমাজেও তাদের গ্রহণ যোগ্যতা আকাশচুম্বি। ঠিক তেমনি একজন মহসিন উদ্দিন গাজী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ফার্স্ট ক্লাস থার্ড করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন এর আজীবন সদস্য, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী। 

তাদের বলিষ্ঠ নেতৃত্বের জন্যই মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই মারুকা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে যা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। অত্যন্ত বিচক্ষণতার সাথে এই কমিটি গুলো করা হয়েছে ফলে এই কমিটি গুলো এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

নেতৃত্বে মহসিন উদ্দিন গাজী সবার নজরে:
মহসিন উদ্দিন গাজী মারুকা গ্রামে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন ১৯৭৯ সালে। বাবা মরহুম আলহাজ্ব কালু মাস্টার বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, দানবীর এবং ধার্মিক ছিলেন। বড় ভাই মোঃ নাজির আহাম্মেদ বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। মেঝো ভাই ইঞ্জিনিয়ার মোঃ আবুবকর তিনিও শিল্পপতি ও সমাজসেবক এবং দানবীর এছাড়াও আরে তিন ভাই রয়েছেন তারা সবাই শিল্পপতি এবং সমাজসেবক। 

 তিনি শৈশব থেকেই  পরোপকারী সহপাঠীদের অনেকেই অর্থের অভাবে পড়াশোনা করতে পারতো   না  তখন তিনি সাধ্য অনুযায়ী সহযোগিতা করতেন। এবিষয়ে তার সহপাঠী একজনের কাছে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, "মহসিন ভাইয়ের সহযোগিতার জন্যই তিনি পড়াশোনা শেষ পর্যন্ত চালিয়ে যেতে পেরেছেন এবং ভালো রেজাল্ট করেছেন অন্যথায় পড়াশোনা করা সম্ভব ছিল না"

গৃহবধূ হালিমা বেগম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, "আগে আমরা শশুর শাশুড়ী নিয়া একটা ঘরে থাকতাম খুব কষ্টে দিন যাইত পরে মহসিন ভাইয়ের সহযোগিতায় আমার স্বামী খোকন মিয়াকে বিদেশে পাঠাই এখন আল্লাহর রহমতে একটা বাড়ি করছি ঘর করছি আমরা সুখে শান্তিতে আছি" এবিষয়ে একই গ্রামের খোকন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাগো মহসিন ভাই এলাকায় মসজিদ, মাদ্রাসা, স্কুল, কবরস্থান, সহ রাস্তাঘাট করেছেন আমরা তার জন্য নামাজ পড়ে দোয়া করি এবং মহসিন ভাইকে আমরা আমাগো ইউনিয়ন চেয়ারম্যান বানাইতে চাই" 

সাধারণ মানুষ মনে করে যারা শিক্ষত, সমাজসেবক, দানবীর, এবং  যারা সমাজের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে আরো বৃহৎ জনগোষ্ঠীকে সেবা করার সুযোগ দিতে হবে।

মারুকা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি তাদের বলিষ্ঠ নেতৃত্ব ও দক্ষতার মাধ্যমে দলে শৃঙ্খলা ও ঐক্য ফিরিয়ে আনতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। নেতৃত্বে শিক্ষিত ও সমাজসেবকদের অন্তর্ভুক্ত করে এই উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতে দলে গণমানুষের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে।

এমএসএম / এমএসএম

জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান,সাজ্জাদ মিয়া

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও

মিরসরাইয়ের ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ।

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ

বাকেরগঞ্জে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে নারী হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগে এজাহার দায়ের

মান্দায় ভূয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ