আক্কেলপুরে শিয়ালের আক্রমণে শিশু-নারীসহ আহত ৬
পার্শ্ববর্তী নঁওগা জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে যেমন মানুষের সাথে শেয়ালের বন্ধুত্বের খবর পাওয়া যাচ্ছে, ঠিক এমন সময় জয়পুরহাটের আক্কেলপুরে শিয়ালের আক্রমণে শিশু ও নারীসহ ৬ জন আহত হওয়ার ঘটনাও ঘটছে। শেয়ালের আক্রমণের ঘটনাটি ঘটেছে পৌর সদরে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই গ্রামে শিশু ও নারীসহ ৫ জনকে শিয়ালে কামড় দিয়ে আহত করেছে। আহতরা সবাই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তারা হলেো- পৌর এলাকার পশ্চিম মানিকপাড়া গ্রামের ফিরোজা বেগম (৪৫), গোপীনাথ মহন্তের ছেলে ওপেন মহন্ত প্রিয় (৭৮), আসমান হেলালের স্ত্রী রানু বেগম (৪৮), আনন্দ মহন্তের শিশুকন্যা ঐশি (৮), বাবুল আখতারের ছেলে রবিউল হাসান(১৭)।
এদিকে পৌর সদরের কেশবপুর গ্রামে ঘরের ভেতর ঢুকে তিন বছরের শিশু সাজিদকে কামড়ে গুরুতর আহত করেছে একটি শিয়াল। এছাড়া দুটি গরু এবং একটি ছাগলকে শিয়াল কামড়ানোর খবর পাওয়া গেছে।
শিশু ঐশির মা বলেন, আমার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন হময় হঠাৎ শিয়াল এসে আমার মেয়েকে কামড় দেয়।
পশ্চিম মানিকপাড়া গ্রামের ওপেন মহন্ত প্রিয় বলেন, শনিবার সন্ধ্যায় আমি বাড়ির সামনে বসেছিলাম। এ সময় কিছু বুঝে ওঠার আগেই আচমকা একটি শিয়াল দৌড়ে এসে আমার পায়ে কামড় বসিয়ে রক্তাক্ত করে গুরুতর আহত করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা সুলতানা বলেন, শিয়ালের কামড়ে আহত সবাইকে প্রাথমিকভাবে সাবান পানি দিয়ে দীর্ঘক্ষণ ক্ষতস্থান ধৌত করার পাশাপাশি অতিদ্রুত ভ্যাকসিন নেয়ার পরামর্শ প্রদান করা হয়েছে।
জামান / জামান