ঢাকা শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

বসতবাড়ি ভাঙচুর মালামাল লুট

মোরেলগঞ্জে মামলা করে বিপাকে বিধবা নারীর পরিবার


মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি photo মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ১:২৪

বাগেরহাটের মোরেলগঞ্জে এক বিধবা নারীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। থানায় মামলা করে বিপাকে পড়েছে ওই পরিবারটি। ৬ মাস ধরে মানবেতর জীবন যাপন। এ ঘটনায় ভূক্তভোগী পরিবারের সদস্যরা (১৩ জানুয়ারি সোমবার) বেলা ১২টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। 

লিখিত সংবাদ সম্মেলনে অভিযোগ করে পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভাইজোড়া গ্রামের বাসিন্দা শ্যামলী বেগম বলেন, সাড়ে ১৬ শতক জমি ক্রয় করে ২০ বছর ধরে বসতবাড়ি করে বসবাস করে আসছেন। ৪ বছর পূর্বে তার স্বামী মৃত্যুর পরে তাদের ওই বসতবাড়ির জমির ওপর লোলুপ দৃষ্টি পড়ে তারই আপন বোন লাকী ইয়াসমিনের। সেই সুবাধে লাকি ইয়াসমিন ও তার স্বামী আবুল কালাম মোল্লা, তার ভগ্নিপতি মোশারেফ শেখের নেতৃত্বে ২০-২৫ একটি ভাড়াটিয়া সংঘবদ্ধ দল ঘটনারদিন গত ৫ জুলাই (শুক্রবার) রাত সোয়া ১টার দিকে তার বসতবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে অতর্কীত হামলা চালিয়ে বসতঘরটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। 

এ সময় হামলা কারিরা ঘরের দরজা ভেঙে ঢুকে তার দুই সন্তানসহ তাকে বেঁধে গৃহে থাকা নগদ টাকা, স্বর্ণলংকারসহ আসবাবপত্রসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট করে নেয়। পরে তিনি ওই দিনই ভোর রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে হামলাকারীরা স্থান ত্যাগ করে।  

এ ঘটনার পরপরই ভূক্তভোগী শ্যামলী বেগম বাদি হয়ে মোশারেফ শেখ, লাকি ইয়াসমিনসহ ১৯ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ওই মামলার এজাহারভূক্ত ৩জন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। পরবর্তীতে আসামিরা জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য একের পর এক বাদিকে চাপ প্রয়োগ করে আসছে। 

শ্যামলী বেগম আরও বলেন, বিগত সরকারের স্থায়ীয় নেতাদের ছাত্রছায়া থাকা প্রভাবশালী আসামিরা প্রভাব খাটিয়ে তার মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তিনি তার বসতবাড়িতে ভাংচুর ও মালামাল লুটের দায়েরকৃত মামলার ন্যায় বিচারসহ পরিবার পরিজন নিয়ে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারে সংবাদ সম্মেলনে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। 

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই ভবতোষ রায় বলেন,  শ্যামলী বেগমের বসতবাড়িতে হামলার ঘটনায় ৩ জন আসমিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তের শেষ পর্যায়ে। শ্রীঘ্রই চার্জশীট পাঠানো হবে আদালতে।

এমএসএম / এমএসএম

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল মৃধা গ্রেপ্তার

কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় ১ জন গ্রেফতার

‎নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

তানোরে বিএনপির স্থবিরতা কাটাতে মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাকর্মীদের!

মেহেরপুর জেলা বিএনপি'র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান

হাটহাজারীতে নকল আকিজ বিড়ি জব্দ, গ্রেপ্তার ৩

কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত পুলিশের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা

দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর নাগরপুরে অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

বাগেরহাটে সংসদীয় আসন হ্রাসের প্রস্তাবের বিরুদ্ধে চিতলমারীতে বিএনপির বিক্ষোভ মিছিল

‎আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী "দুই বেকারিকে ভোক্তা আইনে জরিমানা

সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে

মাগুরায় ৯ মাস আগে রাস্তার কাজ শুরু হলেও ইট-বালুর কোন অস্তিত্ব নাই