গবির চতুর্থ সমাবর্তন: পুনরায় নিবন্ধন শুরু

দীর্ঘ ১০ বছর পর কয়েক হাজার গ্র্যাজুয়েটদের সমাবর্তনের অপেক্ষার প্রহর শেষ হয়ে আয়োজন হতে যাচ্ছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) চতুর্থ সমাবর্তন। তৃতীয় দফায় এ সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা আগামী ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) উপাচার্যের সভাকক্ষে সমাবর্তন কমিটির উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে, গতবছরের মে মাসের ২ তারিখ থেকে সমাবর্তনের চূড়ান্ত তারিখ ঘোষণা ছাড়াই শুরু হয় গবির চতুর্থ সমাবর্তনের নিবন্ধন প্রক্রিয়া। এরপর অন্তত দুই দফায় ১ আগষ্ট পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করা হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সকল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি পুনরায় সমাবর্তন আয়োজন প্রক্রিয়া সচল করলে গবির সমাবর্তনের চূড়ান্ত তারিখ ঘোষণা এবং নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করে প্রশাসন।
প্রশাসনিক সূত্রে জানা যায়, আগামী ২৪ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ সমাবর্তনে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত অন্তত নয় শতাধিক শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছে। এ সমাবর্তনে স্নাতক/স্নাতকোত্তর, এমবিবিএস ও বিডিএসসহ প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন জানান, 'আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গবির চতুর্থ সমাবর্তন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং সমাবর্তনের বক্তা হিসেবে থাকবেন অধ্যাপক ড. বিজন কুমার শীল। আমরা শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করতে চাই। সার্বিক বিষয়ে সকলের সহযোগিতা কামনা করি।'
এ সমাবর্তনে ২০১৪ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত স্নাতক/স্নাতকোত্তর, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত পেশাগত এমবিবিএস এবং ২০১৭ সালের আগষ্ট থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত পেশাগত বিডিএস ডিগ্রিধারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও ২০২৪ সালের অক্টোবর সেশনের যে শিক্ষার্থীরা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে তারাও আবেদন করতে পারবেন।
অনুষ্ঠিতব্য চতুর্থ সমাবর্তনের জন্য ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত ফি কমানো হবেনা বলে জানান দায়িত্বরতরা। এ সমাবর্তনে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ৬ হাজার টাকা ও স্নাতকোত্তর পর্যায়ে ৬ হাজার টাকা এবং উভয় ডিগ্রির জন্য ১০ হাজার টাকা ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, সমাবর্তনের নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত তথ্য সমাবর্তনের ওয়েবসাইটে (https://convocation4.gonouniversity.edu.bd/) পাওয়া যাবে।
এমএসএম / এমএসএম

শেকৃবিতে পরীক্ষা না দিয়েও পাশ: সাংবাদিকদের হস্তক্ষেপে ফলাফল সংশোধন

ইবিতে সমকামিতার অভিযোগে শিক্ষক বরখাস্ত

চাকসুর নাম 'জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার' রাখলো চবি শিক্ষার্থীরা

দ্রত সময়ে টিএসসি স্থাপনসহ ৭ দফা দাবিতে চবি শিবিরের সংবাদ সম্মেলন

চাকরীর নামে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বরখাস্ত চবির অফিস সহকারী

খাবারের মান যাচাইয়ে ক্যান্টিনে ডিআইইউ প্রক্টোরিয়াল টিমের অভিযান

ডিআইইউ-তে "বিল্ডিং ইনফরমেশন মডেলিং" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

চবি হিস্ট্রি ক্লাবের নেতৃত্বে মাহিম-জোবায়েদ

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইবিতে সেশনজট নিরসনে ভিসির মতবিনিময়

সাপ, মশা আর দুর্গন্ধের সঙ্গে শিক্ষার্থীদের যুদ্ধ
