রাবিতে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এক সমন্বয়কের আত্মপ্রকাশ, বাকিদের কখন!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম সমন্বয়ক নওসাজ্জামান। সম্প্রতি তিনি ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে প্রকাশ্যে এসেছেন। গত রবিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে কোরআন পোড়ানোর ঘটনায় শাখা শিবিরের একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এ তথ্য জানা যায়। বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারিও বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রশিবির সূত্রে জানা যায়, নওসাজ্জামান বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ১ম বর্ষ থেকেই শিবিরের সাথে যুক্ত ছিলেন। এর আগে তিনি ২৮ নং ওয়ার্ড সভাপতি, মেসজোন সভাপতি, কলা অনুষদ সভাপতি, শহীদ জিয়াউর রহমান হল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে রাবি শাখা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক এবং ছাত্র আন্দোলন সম্পাদকের দ্বায়িত্বও পালন করেছেন।
এদিকে দীর্ঘদিন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি গুঞ্জণ আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের একটি বৃহৎ অংশ ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। সেই গুঞ্জণ এখন সত্য হতে শুরু করেছে। ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতাও বিষয়টি নিশ্চিত করেছেন যে, নওসাজ্জামান ছাড়াও সমন্বয়কদের একটি বড় অংশ তাঁদের বিভিন্ন স্তরের নেতা-কর্মী। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা বলছেন, সমন্বয়কদের মধ্যে শিবিরের রাজনীতির সঙ্গে কারা জড়িত আছেন তারা সেটি জানেন না। এনকি নওয়াসাজ্জামানের বিষয়টিও কেউ জানতেন না।
এ বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেশকাত মিশু জানান, সমন্বয়ক নওসাজ্জামান যে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত বিষয়টা সে জানতেন না। সমন্বয়কদের মধ্যে আর কেউ শিবিরের আছে কিনা সেটাও তার জানা নেই। তিনি বলেন, এই আন্দোলনটা ছিল সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। আন্দোলনের সময় আমরা কারও রাজনৈতিক পরিচয়কে মূখ্য করে দেখিনি। তবে ইতিবাচক বিষয় হচ্ছে, সে তার রাজনৈতিক আদর্শ, বিশ্বাস ঘোষণা দিয়ে কাজ করতে পারছে।’
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, ‘নওসাজ্জামান আমাদের বর্তমান কমিটির প্রচার ও মিডিয়া সম্পাদক এবং সদ্য বিদায়ী কমিটির ছাত্র আন্দোলন সম্পাদক ছিলেন। ছাত্র আন্দোলন সম্পাদকই ছাত্রদের আন্দোলন, প্রতিবাদ, দাবি ইত্যাদি বিষয় দেখাশোনা করে। ২৪ এর গণঅভ্যুত্থানে শিবিরের পক্ষ থেকে নওসাজ্জামানকে আন্দোলন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিলো।'
সমন্বয়কদের মধ্যে আরও শিবিরের নেতা-কর্মী আছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটি একটি গণমানুষের আন্দোলন ছিল তাই আমরা চাই সবাই এই আন্দোলনকে ধারণ করুক। আমরা সমন্বয়কদের স্পেসিফিকভাবে পরিচয় করিয়ে দিতে চাই না। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের বড় একটি অংশ শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী।’
শিবিরের রাজনীতির সাথে যুক্ত থাকার প্রসঙ্গে নওসাজ্জামান বলেন, ‘আমি অনেক আগে থেকেই শিবিরের রাজনীতির সাথে যুক্ত। আমার পরিচিত সকলেই বিষয়টি জানে। পুরাতন যে কমিটি ছিল, সেটি প্রকাশ হয়নি। তাই বিষয়টি সামনে আসেনি। অন্যদের প্রকাশ্যে আসার বিষয়ে এখনো কোনো সাংগঠনিক সিদ্ধান্ত হয়নি। সাংগঠনিক সিদ্ধান্ত হওয়ার পরে হয়তো তারা তাদের পরিচয় প্রকাশ করতে পারে।’
এমএসএম / এমএসএম

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ

ইউজিসি'র হিট প্রকল্পের গবেষণা ফান্ডে নাম নেই জবির

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হচ্ছে লিখিত ও প্রেজেন্টেশন পরীক্ষা

জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল

গবিতে বিতর্ক উৎসব: চার ধারার যুক্তিযুদ্ধ

দাবায় চবির ৯ অনুষদের লড়াই, শেষ হলো ‘চেস ফেস্ট

ইবিতে নিহত সাজিদের শেষ ফোনকল নিয়ে রহস্য
