রাবিতে পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পাশে লিচুতলায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে কর্মকর্তারা গত ২ জানুয়ারি দিনব্যাপী প্রশাসন ভবনে অবরুদ্ধ করে রাখার বিচারও দাবি করেন। এর আগে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে গত ১২ থেকে ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, ছাত্রসংগঠন এবং প্রশাসনের সাথে আলোচনা করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
অবস্থান কর্মসূচিতে মাসুদ রানা নামের কর্মকর্তা বলেন, বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে প্রাতিষ্ঠানিক সুবিধা নেই। তাহলে আমরা কি অপরাধ করলাম? আমরা কত বৈষম্যের শিকার হব? আমরা উপাচার্যকে বলতে চাই আমরা কর্মকর্তা-কর্মচারীরা যেন আর বৈষম্যের শিকার না হই। আমরা আপনার যোগ্যতা, সততার দিকে আমরা চেয়ে আছি। আমাদের এই আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনকে গতিশীল করার আন্দোলন। আমরা এই জায়গা থেকে সরবো না কোনোদিন। আমাদের আন্দোলন কারো বিরুদ্ধে না, শিক্ষার্থী ভাইদের বিরুদ্ধে না। এই আন্দোলন আমাদের অধিকার ফেরতের আন্দোলন।
পরিবহন কর্মচারী আবুল কালাম আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে সবাই প্রাতিষ্ঠানিক সুবিধা ভোগ করছে। তাহলে আমরা বঞ্চিত হবো কেন? আমরা তো কোটা চাইনি, আমরা আমাদের অধিকার ফেরত চাই। আমরা এই বিশ্ববিদ্যালয়েরই পরিবারের অংশ। আমাদের আলাদা করবেন না। আমরা আমাদের অধিকার ফেরত চাই, আমরা এক হয়ে থাকতে চাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে এবং এতে কিছু শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছে এ বিষয়ে আমি অবগত। প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলা হয়েছে। আশা করছি খুব দ্রুত এ সমস্যার নিরসন হবে।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা রেখে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওইদিন রাতেই কোটা সম্পূর্ণ বাতিল চেয়ে আমরণ অনশন করে শিক্ষার্থীরা। লাগাতার আন্দোলনের মুখে গত ২ জানুয়ারি পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল করা হয়। এরপরই প্রাতিষ্ঠানিক সুবিধা দাবি করে পোষ্য কোটা পূণর্বহালের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এমএসএম / এমএসএম

রাবিতে বেড়ে চলছে ছোঁয়াচে চর্মরোগ 'স্ক্যাবিস'

চবিতে ধরা খেল ভুয়া শিক্ষার্থী : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে ছিল সম্পৃক্ত

জবিতে ফিন্যান্স বিভাগের উদ্যোগে মানসিক স্বাস্থ্য কর্মশালা অনুষ্ঠিত

৫ম সমাবর্তন ঘিরে প্রশাসনের সাথে চবি ছাত্রশিবিরের মতবিনিময় সভা

সারাদেশে ৬৩ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চার মাস ধরে বেতন ভাতা বন্ধ

পিএসসি সংস্কার: ৭ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি সাংবাদিক সমিতির সভাপতি ইরফান, সাধারণ সম্পাদক সাজিদ

খেলা দেখার সময় সিলিং ফ্যানে আহত চবি শিক্ষার্থী

ইউএপিতে- ক্রাউন মাইক্রো গ্লোবাল প্রেজেন্টস “টেকট্রন-২০২৫” উদ্ভাবন ও প্রকৌশল উৎকর্ষতার জাতীয় উৎসব অনুষ্ঠিত

চুরির পর সাইকেল রাখার জন্য টোকেন সিস্টেম চালু করছে জবি প্রশাসন

ছাত্রদলের দুর্নীতি ফাঁস করায় জাবি সাংবাদিক হুমকির মুখে, কোথায় গণমাধ্যমের স্বাধীনতা?

জবিতে ভর্তি কার্যক্রম শুরু ২৭ এপ্রিল
